For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে গেরুয়া ঝড় : কং-সপা-বসপাকে পিছনে ফেলে সংখ্যাগরিষ্ঠ বিজেপি

বিহারে না পারলেও উত্তরপ্রদেশে কাজ করল মোদী ম্যাজিক। আর বিজেপি ঝড়ে উড়ে গেল কংগ্রেস-সমাজবাদী পার্টি জোট, বহুজন সমাজ পার্টি সহ সমস্ত দল।

  • |
Google Oneindia Bengali News

লখনৌ, ১১ মার্চ : বিহারে না পারলেও উত্তরপ্রদেশে কাজ করল মোদী ম্যাজিক। আর বিজেপি ঝড়ে উড়ে গেল কংগ্রেস-সমাজবাদী পার্টি জোট, বহুজন সমাজ পার্টি সহ সমস্ত দল। মোট ৪০৩টি আসনের মধ্যে ৩২২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এর ফলে উত্তরপ্রদেশে এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি।[বিধানসভা নির্বাচনের ফলাফল ২০১৭: পাঞ্জাবে এগিয়ে কংগ্রেস, গোয়া, উত্তরাখণ্ড,মণিপুরে চলছে লড়াই]

প্রথম মুহূর্ত থেকেই গণনায় উত্তরপ্রদেশে ৩০০টির বেশি আসনে এগিয়ে ছিল বিজেপি। শেষপর্যন্ত ৩২২টি আসনে এসে থেমেছে গেরুয়া শিবির। কংগ্রেস-সপা জোট পেয়েছে ৫৪টি আসন। এদিকে বহুজন সমাজ পার্টি মাত্র ১৯টি কেন্দ্র জিতেছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে যে ভোট প্রয়োজন ছিল তার শতাধিকের চেয়ে অনেক বেশি আসনে বিজেপি জয়ী হয়েছে।[ভোটগণনার শুরুতেই উত্তরপ্রদেশ গেরুয়া হাওয়া , একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি?]

উত্তরপ্রদেশে গেরুয়া ঝড় : কং-সপা-বসপাকে পিছনে ফেলে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি

নোট বাতিলের পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় রাজ্যের নির্বাচনে বিজেপি যেভাবে ফল করল তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার যে সফল হয়েছে তা বলাই বাহুল্য। নোট বাতিলের মতো ঘটনায় মানুষের মনকে ইতিবাচক দিকে রাখতে পেরেছে কেন্দ্র তথা বিজেপি সরকার। আর তারই সুফল উত্তরপ্রদেশের ভোটে পাওয়া গেল বলে মনে করা হচ্ছে।[(ছবি) ১৯৫২-২০১৭ : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইতিহাস একনজরে]

উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে কংগ্রেস হাত ধরেছিল সমাজবাদী পার্টির। তবে সেই জোটকে ভালোভাবে নেয়নি উত্তরপ্রদেশের মানুষ। ডুবতে থাকা কংগ্রেসের হাত ধরা সমাজবাদী পার্টির রাজনৈতিক ভুল তা সময়ের সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়ে গিয়েছে। এদিকে বহুজন সমাজ পার্টির মায়াবতীও মোদী ঝড়ে একেবারে উড়ে গেলেন। এখন দেখার মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দায়িত্ব দেওয়া হয় দেশের সবচেয়ে বড় রাজ্যের।

English summary
Uttar Pradesh Elections : BJP eyes a majority government, way ahead of SP-Congress in early leads
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X