For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজিত দোভালকে ফোন আমেরিকার সেক্রেটারি অফ স্টেটের! ভারতকে পুরো সমর্থনের ঘোষণা

আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইকেল পম্পেও-র ফোন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে।

  • |
Google Oneindia Bengali News

আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইকেল পম্পেও-র ফোন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। ভারতে পুরো সমর্থনের কথা জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে। দোভালের সঙ্গে প্রায় ২৫ মিনিট কথা হয় মাইকেল পম্পেও-র।

অজিত দোভালকে ফোন আমেরিকার সেক্রেটারি অফ স্টেটের! ভারতকে পুরো সমর্থনের ঘোষণা

সূত্রের খবর অনুযায়ী, মাইকেল পম্পেও সীমান্ত পারের সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর জঙ্গি হামলারও উল্লেখ করেছেন। এই ধরনের জঙ্গি হামলা এলাকায় নিরাপত্তায় হুমকির পক্ষে যথেষ্ট বলেও মন্তব্য করেছেন তিনি।

[আরও পড়ুন: পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় পাইলট, আর এয়ার-স্ট্রাইকে নির্বাচন জয়ের স্বপ্নে বিভোর বিজেপি নেতা][আরও পড়ুন: পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় পাইলট, আর এয়ার-স্ট্রাইকে নির্বাচন জয়ের স্বপ্নে বিভোর বিজেপি নেতা]

পম্পেও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বক্তব্যও স্মরণ করিয়ে দিয়েছেন পাকিস্তানকে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ পাকিস্তানকে তাদের দেওয়া সাহায্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল। এর আগে আমেরিকা পাকিস্তানকে বলেছিল, যাতে তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বক্তব্যকে মেনে চলে।

[আরও পড়ুন:শান্তি রাখো, ঝগড়া করো না! ফোন বার্তায় চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে][আরও পড়ুন:শান্তি রাখো, ঝগড়া করো না! ফোন বার্তায় চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে]

আমেরিকায় স্টেট ডিপার্টমেন্টের মুখপত্র জানিয়েছেন, ১৪ ফেব্রুয়ারি মতো সীমান্ত পারের সন্ত্রাস এলাকায় নিরাপত্তায় হুমকির পক্ষে যথেষ্ট। পাকিস্তান যাতে নিরাপত্তা পরিষদের বক্তব্যকে মেনে চলে তা তাদের স্মরণ করানো হয়েছে।

২৭ ফেব্রুয়ারি পম্পেও কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী শা মেহমুদ কুরেশির সঙ্গেও।

[আরও পড়ুন: করাচিতে জারি জরুরি অবস্থা! রাতভর ব্ল্যাক আউটের পর কী পরিস্থিতি পাকিস্তানের বিভিন্ন জায়গায় ][আরও পড়ুন: করাচিতে জারি জরুরি অবস্থা! রাতভর ব্ল্যাক আউটের পর কী পরিস্থিতি পাকিস্তানের বিভিন্ন জায়গায় ]

English summary
US Secy Mike Pompeo calls NSA Ajit Doval
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X