For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্দামানে 'দুঃসাহসিক' অভিযান ! খুন আমেরিকার পর্যটক

অ্যাডভেঞ্চার ট্রিপে আন্দামান গিয়ে মৃত্যু হল আমেরিকার এক পর্যটকের। দ্বীপ পুঞ্জে সেন্টিনালিসদের জন্য সংরক্ষিত দ্বীপে তিনি চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অ্যাডভেঞ্চার ট্রিপে আন্দামান গিয়ে মৃত্যু হল আমেরিকার এক পর্যটকের। দ্বীপ পুঞ্জে সেন্টিনালিসদের জন্য সংরক্ষিত দ্বীপে তিনি চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। প্রাচীন অধিবাসীদের অস্ত্রের আঘাতেই মৃত্যু হয় জন অ্যালেন চাউ নামে ওই ব্যক্তির। সংরক্ষিত দ্বীপে তাঁকে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করার অভিযোগে সাত মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আন্দামানে দুঃসাহসিক অভিযান ! খুন আমেরিকার পর্যটক

স্থানীয় মৎস্যজীবীরাই পরে আমেরিকার পর্যটকের দেহ দেখতে পান বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে দেহটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। গ্রেফতার হওয়া মৎস্যজীবীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রোটেকশন অফ অ্যাবরিজিনাল ট্রাইবস অ্যাক্ট বলবত করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মৃত জন অ্যালেন চাউ-এর বয়স ২৭ বছর। উত্তর আন্দামানের সেন্টিনেল দ্বীপপুঞ্জে তিনি গিয়েছিলেন। প্রায় ৫ দিন আগে আমেরিকার ওই পর্যটক জনজাতির সঙ্গে পরিচয়ের উদ্দেশে গিয়েছিলেন। যদিও এই জনজাতিক সঙ্গে বাইরের জগতের সেরকম কোনও যোগাযোগ নেই বললেই চলে।

অন্যদিকে, অজ্ঞাত পরিচয় জনজাতির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জন অ্যালেন চাউ এর আগেও কমপক্ষে ৫ বার সেখানে গিয়েছিলেন।

English summary
US national, on adventure trip, illegally enters Sentinelese tribe area in Andaman Islands, killed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X