For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু রামেই শেষ নয়, আরও মূর্তি স্থাপন নিয়ে মনস্থির যোগীর! জেনে নিন বিস্তারিত

শুধু রামের মূর্তিই নয়, উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার আর চারটি মূর্তি বসানোর ব্যাপারে মনস্থির করে ফেলেছে।

  • |
Google Oneindia Bengali News

শুধু রামের মূর্তিই নয়, উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার আর চারটি মূর্তি বসানোর ব্যাপারে মনস্থির করে ফেলেছে। তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী
অটলবিহারী বাজপেয়ী, স্বামী বিবেকানন্দ এবং গোরক্ষপুরের দুই প্রাক্তন মোহান্ত।

শুধু রামেই শেষ নয়, আরও মূর্তি স্থাপন নিয়ে মনস্থির যোগীর! জেনে নিন বিস্তারিত

রাজ্যের বিশেষ সচিব শিশির সিং জানিয়েছেন, বাজপেয়ীর মূর্তি বাদ দিয়ে স্বামী বিবেকানন্দ, মোহন্ত অবৈদ্যনাথ এবং মোহান্ত দিগ্বিজয়নাথ। শেষের দুজনই লোকসভার
প্রাক্তন সদস্য। গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের পুরোহিত ছিলেন তারা। যেস্থানে বর্তমানে আসীন রয়েছেন যোগী আদিত্যনাথ।

অটলবিহারী বাজপেয়ী-সহ বাকি চারজনের মূর্তি বসানোর সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হল, যেসময়ে অযোধ্যায় ভগবান রামের ২২১ ফুটের মূর্তি বসানোর সিদ্ধান্ত
নিয়ে বিতর্ক চরমে উঠেছে।

রামের মূর্তি বসানোর সিদ্ধান্তের মধ্যেই কংগ্রেস নেতা করণ সিং দাবি করেছিলেন, শুধু রামের ময়, রামের মূর্তির উচ্চতা কিছুটা ছোট করে অযোধ্যায় রাম-সীতার মূর্তি বসাতে হবে।

চারটি মূর্তি বসানোর ব্যাপারে স্থান নির্বাচনও হয়ে গিয়েছে। ২৫ ফুট উঁচু বাজপেয়ীর মূর্তিটি বসবে লখনৌ-এর লোকভবনে। বাকি মূর্তিগুলি হবে ১২.৫ ফুট উঁচু। উত্তরপ্রদেশের রাজভবনে বসানো হবে বিবেকানন্দের মূর্তি। অন্যদিকে মহন্ত অবৈদ্যনাথ এবং মোহান্ত দিগ্বিজয়নাথের মূর্তি স্থাপন করা হবে গোরক্ষপুরে।

মূর্তিস্থাপনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সরকারের তরফ থেকে জেলাশাসক এবং পুলিশপ্রধানদের কাছ থেকে লখনৌ এবং গোরক্ষপুরের মূর্তির অবস্থান সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে একসপ্তাহের মধ্যে।

English summary
UP's Yogi government to install statues of former PM Vajpayee, Swami Vivekananda, 2 ex-Gorakhpur ‘mahants’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X