For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব রেকর্ড যোগী রাজ্যের! নতুন পালক যোগ হল উত্তরপ্রদেশের মুকুটে

নানা বিতর্কের মধ্যেও বিশ্বরেকর্ড করল উত্তর প্রদেশ। ৭৭তম ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী উপলক্ষে এক দিনে রাজ্যে ২২ কোটির বেশি চারাগাছ রোপণ করা হয়।

  • |
Google Oneindia Bengali News

নানা বিতর্কের মধ্যেও বিশ্বরেকর্ড করল উত্তরপ্রদেশ। ৭৭তম ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকী উপলক্ষে এক দিনে রাজ্যে ২২ কোটির বেশি চারাগাছ রোপণ করা হয়। রাজ্যব্যাপী চারাগাছ রোপণের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল বৃক্ষরোপণ মহাকুম্ভ। একঘন্টায় রোপণ করা হয় ৫ কোটি গাছের চারা।

বিশ্ব রেকর্ড যোগী রাজ্যের! নতুন পালক উত্তর প্রদেশের মাথায়

রাজ্যপাল আনন্দি বেন প্যাটেলের উপস্থিতিতে কাশগঞ্জে একলক্ষ বৃক্ষরোপণ করা হয়। প্রায় ৭৭ হাজার চারা বিলিও করা হয়। একসঙ্গে এত গাছের চারা বিলিও অপর একটি বিশ্বরেকর্ড বলে দাবি করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে।

এলাহাবাদে গঙ্গা-যমুনার সংযোগস্থলে গাছের চারা বিলি করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দাবি করেন, শুক্রবার রাজ্য সরকার চারটি রেকর্ড করেছে। এই অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছেন, আগামী বছরের বন মহোৎসবে ২৫ কোটি চারা গাছ লাগানো হবে। হরিশঙ্করী গাছের চারা রোপন করে দিনের অনুষ্ঠান শুরু করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে ছিল পিপল, পাকড় এবং অশ্বথ্ব গাছ। অনুষ্ঠানে বৃক্ষরোপণ মহোৎসবের লোগোও প্রকাশ করেন তিনি।

English summary
UP Govt set a world record by planting 22 crore saplings in a day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X