For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP election 2022: বিজেপিতে নবম উইকেটের পতন! ১০০ বিধায়ক দল ছাড়বে, চরম হুঁশিয়ারি

উত্তরপ্রদেশ ভোটের আগে একের পর এক ঝটকা যোগী আদিত্যনাথের। ভোটের দিন যত এগিয়ে আসছে তত খেলা ঘুরছে রাম-রাজ্যের রাজনীতিতে। গত ৪৮ ঘন্টায় একের পর এক বিজেপি বিধায়কের ইস্তফা। কার্যত নড়ে গিয়েছে সে রাজ্যের বিজেপির ভিত।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশ ভোটের আগে একের পর এক ঝটকা যোগী আদিত্যনাথের। ভোটের দিন যত এগিয়ে আসছে তত খেলা ঘুরছে রাম-রাজ্যের রাজনীতিতে। গত ৪৮ ঘন্টায় একের পর এক বিজেপি বিধায়কের ইস্তফা। কার্যত নড়ে গিয়েছে সে রাজ্যের বিজেপির ভিত।

এই অবস্থায় যোগীর মন্ত্রিসভা থেকে ইস্তফা আরও এক বিজেপি বিধায়কের। দল ছাড়লেন ধর্ম সিং সাইনি। যা নিঃসন্দেহে বিজেপির কাছে বড় ধাক্কা। এখনও পর্যন্ত ৯জন বিধায়ক বিজেপির সঙ্গ ত্যাগ করল।

তবে এখানেই নাকি চমকের শেষ নেই। এমনটাই দাবি বিরোধীদের। ফলে তালিকা আরও লম্বা হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিকমহলের একাংশ।

নিরাপত্তা ছেড়ে দেন ধর্ম সিং সাইনি

নিরাপত্তা ছেড়ে দেন ধর্ম সিং সাইনি

গত কয়েকদিন আগেই হঠাত করেই বিজেপি ছাড়েন স্বামী প্রসাদ মৌর্য। আর এরপর থেকে একের পর এক বিজেপি বিধায়ক দল ছাড়ছেন। আর এই পরিস্থিতিতে গত কয়েকদিন আগেই সমস্ত নিরাপত্তা ছেড়ে দেন ধর্ম সিং সাইনি। এমনকি সরকারের তরফে যে বাড়ি তাঁর জন্যে নির্ধারিত করা ছিল সেটাও ধর্ম সিং ছেড়ে দেন। আর সেই সময় থেকেই জল্পনা তৈরি হয় যে, সম্ভবত বিজেপি ছাড়তে চলেছেন এই বিজেপি বিধায়কও। আর সেই জল্পনা সত্যি করে বৃহস্পতিবার দুপুরে দল ছাড়লেন যোগীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। ক্যাবিনেটে প্রতিমন্ত্রী থাকলেও আয়ুষ, খাদ্য নিরাপত্তা এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতরের দায়িত্বে ছিলেন তিনি।

সকালেই বিজেপি ছেড়েছেন বিনয়

সকালেই বিজেপি ছেড়েছেন বিনয়

উল্লেখ্য, এদিন সকালেই বিজেপি ছেড়েছেন বিনয় শঙ্খ। উত্তরপ্রদেশ বিধানসভা বিধুনা বিধানসভা থেকে বিধায়ক ছিলেন বিনয়। গত কয়েকদিন ধরেই তীব্র হচ্ছে বিজেপিতে বিদ্রোহের আগুন। আর সেদিকে তাকিয়ে একের পর এক বিধায়ক দল ছাড়ছেন। বিনয় সেই তালিকার অষ্টম ব্যক্তি, যিনি বৃহস্পতিবার সকালে মোদী-শাহের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন। আর সেই রেশ কাটতে না কাটতেই আরও এক বিধায়কের দলত্যাগ। যা ঘুম কেড়ে নিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এমনটাই মত রাজনৈতিকমহলের।

আমাদের সঙ্গে ১০০ জন বিধায়ক রয়েছে

আমাদের সঙ্গে ১০০ জন বিধায়ক রয়েছে

তবে তালিকা আরও লম্বা হবে বলেই মত। গত কয়েকদিন আগেই দল থেকে ইস্তফা দিয়েছেন মুকেশ ভার্মা। Shikohabad বিধানসভা আসন থেকে বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু দল ছাড়ার পরেই কার্যত একের পর এক বিস্ফোরক মন্তব্য মুকেশের। তাঁর মতে, আমাদের সঙ্গে ১০০ জন বিধায়ক রয়েছে। বিজেপির রোজ একটা করে ইঞ্জেকশন লাগবে বলেও দাবি মুকেশের। তাঁর মতে, বিজেপি এমন একটা দল যারা দলিত কিংবা পিছিয়ে শ্রেণিকে একেবারে সম্মান দেয়না। গত পাঁচ বছরে উত্তরপ্রদেশে কোনও উন্নয়ন হয়নি বলেও দাবি ওই বিদ্রোহী ওই বিজেপি বিধায়কের।

English summary
UP election 2022: one more minister resigns from Yogi Adityanath's cabinet in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X