For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP Election 2022: বিজেপি ওবিসিদের শত্রু! আরও নেতা দল ছাড়বেন, হুঁশিয়ারি প্রাক্তন সঙ্গীর

UP Election 2022: বিজেপি ওবিসিদের শত্রু! আরও নেতা দল ছাড়বেন, হুঁশিয়ারি প্রাক্তন সঙ্গীর

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের (uttar pradesh election 2022) আগে ওবিসিদের ভিত্তি রক্ষা করাটাই বিজেপির কাছে চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন, বিজেপি (BJP) সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে সমাজবাদী পার্টির সহযোগী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (SBSP)। আগামী দিনে আরও বিজেপি নেতা দল ছাড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিজেপি ওবিসিদের শত্রু

বিজেপি ওবিসিদের শত্রু

নিজের তিনবছর আগে বিজেপির জোট ছাড়ার কথা উল্লেখ করেছেন ওপি রাজভর। তিনি বলেছেন, সেই সময়ই তিনি বুঝতে পেরেছিলেন, বিজেপি ওবিসি এবং দলিতদের শত্রু। এবার স্বামীপ্রসাদ মৌর্য এবং দারা সিং চৌহানও বিজেপি ছেড়ে সেই কথাই বলছেন বলে উল্লেখ করেছেন তিনি। যদি বিজেপি নেতাদের সঙ্গে লুকনো ক্যামেরায় কথা বলেন, তাহলেও তারা একথাই বলবেন বলে জানিয়েছেন তিনি। বিজেপিতে ওবিসিদের কথা শোনার মতো কেউ নেই। বিজেপির ফলাফল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন ফল প্রকাশের দিন কোনও বিজেপি নেতাই ঘর থেকে বেরোতে পারবেন না। তাঁদেরকে টিভির সুইচ অফ করে বসে থাকতে হবে।

কীভাবে বিজেপি ওবিসি বিরোধী

কীভাবে বিজেপি ওবিসি বিরোধী

২০২০-র ডিসেম্বরে ৬৯ হাজার শিক্ষক নিয়োগ করা হয়। সেই নিয়োগে ওবিসিদের ক্ষমতায়নের লক্ষ্য নেওয়া হয়েছিল। এই নিয়োগে নজর রেখেছিল ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসও। সেখানে ২৭ শতাংশ ওবিসিকেও নিয়োগ করা হয়নি বলে অভিযোগ করেছেন ওই নেতা। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি বিষয়টি দেখবেন। কিন্তু তারপরেও সেই নিয়োগের মধ্যে কেন ৬ হাজারের বেশি ওবিসিকে নিয়োগ করা যায়নি, সেই প্রশ্ন তুলেছেন ওই নেতা।

ক্যাবিনেটে রেকর্ড সংখ্যায় ওবিসি মন্ত্রী

ক্যাবিনেটে রেকর্ড সংখ্যায় ওবিসি মন্ত্রী

উত্তর প্রদেশে ওবিসিদের মধ্যে বিজেপিকে নিয়ে অসন্তুষ্টি সামাল দিতে ক্যাবিনেটে রেকর্ড সংখ্যায় মন্ত্রী নিয়োগ করা হয়েছিল। কিন্তু সেই সব মন্ত্রীকে নির্বাচনী মন্ত্রী বলে কটাক্ষ করা হয়েছে বিরোধীদের তরফে। বিজেপির তরফে ভোট যোগারে তাঁদেরকে নিয়োগ করা হয়েছে বলেও কটাক্ষ বিরোধীদের। তাঁদের এই নিয়োগে কি বেশি সংখ্যায় পিছিয়ে পড়ার শ্রেণির মানুষ শিক্ষিত হচ্ছেন, নাকি তাঁদের বাড়ির বিদ্যুতের বিল মেটানো হচ্ছে, নাতি গরিবরা হাসপাতালে ভাল চিকিৎসা পাচ্ছেন, প্রশ্ন তোলা হয়েছে বিরোধীদের তরফে।

দেরি হয়ে গিয়েছে

দেরি হয়ে গিয়েছে

দলত্যাগী ওবিসি নেতারা বলছেন, বিজেপি দেরি করে ফেলেছে। এখন আর কিছুই হবে না। কেননা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এইসব নেতারা বলছেন, আগামী ২৮ বছরে উত্তর প্রদেশের ক্ষমতায় বিজেপিকে দেখা যাবে না। যদি গ্রামে যাওয়া যায়, তাহলে দেখা যাবে কৃষকরা ক্ষুব্ধ। যুবকরা ক্ষুব্ধ বেকারত্ব নিয়ে। ব্যবসায়ীরা ক্ষুব্ধ জিএসটি নিয়ে।
জনমত সমীক্ষায় বিজেপি অন্তত ২০০ আসন পাওয়ার কথা দেখানো হলেও ওবিসি নেতারা বলছেন, বিজেপি ক্ষমতায় আসতেই পারবে না। কেননা পূর্বাঞ্চলে বিজেপি কম ভোট পাবে। কুশওহা, নিষাদ, মাল্লা, মাজহারস কাশ্যপরা এবার বিজেপিকে ভোট দেবেন না বলে দাবি করেছেন দলত্যাগী বিজেপি নেতারা।

English summary
BJP is the enemy of OBC, alleges former ally SBSP's OP Rajbhar before UP election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X