For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP Election 2022: উত্তর প্রদেশের প্রথম দফার নির্বাচনী প্রচারে বিজেপির ৩০ জন তারকা প্রচারক, বাদ অমিত-সহযোগী

UP Election 2022: উত্তর প্রদেশের প্রথম দফার নির্বাচনী প্রচারে বিজেপির ৩০ জন তারকা প্রচারক, বাদ অমিত-সহযোগী

  • |
Google Oneindia Bengali News

এবার উত্তর প্রদেশে (Uttar Pradesh Election 2022) হাইভোল্টেজ নির্বাচন। বিজেপির (BJP) কাছে টানা দ্বিতীয়বার ক্ষমতা ধরে রাখার লড়াই। অন্যদিকে অখিলেশ যাদবের লড়াই ক্ষমতায় ফেরার জন্য। ইতিমধ্যে তিন মন্ত্রী-সহ বেশ কয়েকজন পিছড়ে বর্গের বিধায়ক বিজেপি ত্যাগ করে অখিলেশের শিবিরে নাম লিখিয়েছেন। তারই মধ্যে ৭ ফেব্রুয়ারি প্রথম দফার নির্বাচন হতে চলেছে। এই প্রথম দফার জন্য তারকা প্রচারকদের (Start Campaogher) নাম ঘোষণা করেছে বিজেপি।

প্রথম দফায় বিজেপির ৩০ জন তারকা প্রচারক

প্রথম দফায় বিজেপির ৩০ জন তারকা প্রচারক

বুধবার বিজেপি ৩০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে, ৭ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের প্রথম দফার নির্বাচনের জন্য। এইসব প্রচারকরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অধীন উত্তর প্রদেশ এবং বিজেপি শাসিত কেন্দ্রের কাজ তুলে ধরবেন সাধারণ মানুষের সামনে।

তারকা প্রচারকদের তালিকায় যাঁরা

তারকা প্রচারকদের তালিকায় যাঁরা

উত্তর প্রদেশের প্রথম দফার ভোটে তারকা প্রচারকদের তালিকায় প্রথমেই নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যেই গতমাস এবং এইমাস মিলিয়ে বেশ কয়েকবার বারানসী-সহ বিভিন্ন জায়গায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। পাশাপাশি তিনি একাধিক প্রকল্পের শিলান্যাসও করেছেন।
তারকা প্রচারকদের তালিকায় প্রধানমন্ত্রী মোদী ছাড়াও যাঁরা রয়েছেন, তাঁরা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তালিকায় রাখা হয়েছে সাংসদ হেমা মালিনীকেও।

তালিকায় নেই অজয় মিশ্র টেনির নাম

তালিকায় নেই অজয় মিশ্র টেনির নাম

তবে প্রথম দফার ৩০ জন তারকা প্রচারকের তালিকায় বিজেপি রাখেনি মোদী মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সহযোগী অজয় মিশ্র টেনিকে। প্রসঙ্গত লখিপুর খেরিতে হিংসার ঘটনা তাঁর ছেলের নাম জড়িয়ে পড়া এবং অন্যতম আসামী হওয়ার পর থেকে কার্যত গেরুয়া শিবিরে পিছনের দিকে চলে গিয়েছেন এই নেতা। যদিও লখিমপুর খেরির ঘটনার পরেই অজয় মিশ্র টেনি দাবি করেছিলেন তাঁর ছেলে ওই ঘটনায় জড়িত নয়। যদিও তদন্তকারীদের রিপোর্ট অনুযায়ী, লখিলপুর খেরিতে অজয় মিশ্র টেনির ছেলে যাওয়ার প্রমাণ মিলেছে।

৭ দফতার ভোটের প্রথম দফা ৭ ফেব্রুয়ারি

৭ দফতার ভোটের প্রথম দফা ৭ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছেন, উত্তর প্রদেশে সাতদফায় নির্বাচন হবে। যার প্রথম দফা হবে ৭ ফেব্রুয়ারি এবং সপ্তম দফা হবে ৭ মার্চ। ভোট গণনা করা হবে ১০ মার্চ। বিজেপির তরফে প্রথম দুই দফার জন্য ১০৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।
এদিকে, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মূলায়ম সিং যাদবের ছোট ছেলের স্ত্রী অপর্ণা যাদব এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। তবে তিনি কোনও আসনে লড়াই করবেন, তা এখনও জানা যায়নি।

English summary
UP Election 2022: Ajay Mishra Teni's name is excluded from BJP's star Campaigners list for first phase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X