• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদ্যপ অবস্থায় বিয়ে‌র বাড়িতে, মালাবদলের সময় বরকে কষিয়ে চড় মারল কনে, ভাইরাল ভিডিও

Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও পোস্ট করা হয়, যা দেখার পর আপনি হাসতে বাধ্য থাকবেন। বিশেষ করে বিয়ে সংক্রান্ত বেশ কিছু ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা হতবাক হয়ে গিয়েছেন। তেমনই একটি বিয়ের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। উত্তরপ্রদেশের হামিরপুরের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে মাআ বদলের সময় নববধূ সপাটে চড় কষিয়ে দেন বরকে এবং তারপরই মঞ্চ থেকে নেমে যান।

মদ্যপ অবস্থায় বিয়ে‌র বাড়িতে, মালাবদলের সময় বরকে কষিয়ে চড় মারল কনে, ভাইরাল ভিডিও

জালাউন জেলার চামারি গ্রাম থেকে হামিরপুর থেকে বরযাত্রীরা এসেছিলেন। বিয়ে ছিল রবিকান্তের। তবে নববধূ কেন হঠাৎ বরকে চড় মারতে গেল সেই কারণ এখনও অজানা। তবে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা জানিয়েছেন যে বিয়ের অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় বর আসায় তা দেখে ক্ষুব্ধ হন নববধূ।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে বরকে বউ একবার নয়, কয়েকবার চড় মারেন। কনের পরিবার যখন বরযাত্রীদের বিয়েতে অ্যাপায়ন ও আনন্দের সঙ্গে স্বাগত জানায়, তখন এই অপ্রীতিকর ঘটনাটি বিয়ের পরিবেশকে ম্লান করে দেয়। হামিরপুরের সাসা গ্রামের এই ঘটনা বলে জানা গিয়েছে। বরকে চড় মারার পর বিয়ের অনুষ্ঠানের মাঝখান থেকে বউ চলে যাওয়ায় বিয়েতে আসা অতিথিদের এই কাণ্ড রীতিমতো অবাক করে। গোটা রাত জুড়ে দুই পরিবারের তরফে দফায় দফায় মানভঞ্জনের পালা চলার পর সকালে বিয়ের পিড়িতে বসতে রাজি হয় বর-কনে। বিয়ের পর বিদায়ের অনুষ্ঠানও হয়।

চাঁদের দুটি মুখ রয়েছে, কিন্তু কেন জানেন! অজানা রহস্যের সমাধান নতুন গবেষণায়চাঁদের দুটি মুখ রয়েছে, কিন্তু কেন জানেন! অজানা রহস্যের সমাধান নতুন গবেষণায়

এ বছরের জানুয়ারিতে একই ধরনের ঘটনা ঘটে। তবে এবার হবু বর সপাটে থাপ্পড় মারে হবু বউয়ের গালে। ঘটনাটি ঘটে তামিলনাড়ুর কুড্ডালোর জেলার পানরুতিতে। জানা যায়, বিয়ের আগের এক অনুষ্ঠানে হবু বউ অন্য পুরুষের সঙ্গে নাচছিল বলে হবু বর তাঁর গালে চড় মারে। যদিও এই ঘটনার পর আর এই বিয়ে হয়নি। পাত্রীপক্ষ এই বিয়ে ভেঙে দেয় এবং অন্য একজনের সঙ্গে তাঁদের মেয়ের বিয়ে দেয়।

English summary
up bride slap groom at time of jaimala viral video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X