For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতি সই পর্ব সমাপ্ত! এখনই আত্মপ্রকাশ করছে না কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর, জেনে নিন কারণ

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার বিধানে সই করলেও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এখনও আত্মপ্রকাশকরছে না।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার বিধানে সই করলেও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এখনও আত্মপ্রকাশ করছে না। আগামী ৩১ অক্টোবর এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। সর্দার প্যাটেলের জন্মদিনে জম্মু ও কাশ্মীর নতুনভাবে পথ চলা শুরু করবে।

রাষ্ট্রপতি সই পর্ব সমাপ্ত! এখনই আত্মপ্রকাশ করছে না কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর, জেনে নিন কারণ

এর আগে সংসদ জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করতে এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনে সায় দিয়েছে। শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ ২০১৯-এর সই করেন বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই আইনের ২ নম্বর ধারা বলে কেন্দ্র সরকার দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের কাজ শুরুর দিন ৩১ অক্টোবর ধার্য করেছে।

সোমবার রাজ্যসভার পর মঙ্গলবার লোকসবায় পাশ হয়ে যায় জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট। এরপর বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন। ৪০ মিনিটের ভাষণে কাশ্মীরবাসীর সমস্যা সমাধানে রূপরেখা তুলে ধরেন। একইসঙ্গে বলেন, জম্মু ও কাশ্মীরকে দীর্ঘদিন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থাকতে হবে না। তিনি বলেন, রাজ্য আরও উন্নয়ন দেখবে।

৩১ অক্টোবর দুটি কেন্দ্রশাসিত অঞ্চল কাজ শুরু করবে। জম্মু কাশ্মীর হবে পুদুচেরির মতো আর লাদাখ হবে পণ্ডীচেরির মতো। দুটি রাজ্যেরই আইনশৃঙ্খলার দায়িত্ব থাকবে কেন্দ্রের ওপর।

নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশের পর জম্মু ও কাশ্মীরে বিধানসভায় আসন সংখ্যা হবে ১০৭। পরে তা বাড়িয়ে করা হবে ১১৪। ২৪ আসন রেখে দেওয়া হবে পাক অধিকৃত কাশ্মীরের জন্য। ভঙ্গ হওয়া জম্মু ও কাশ্মীরের বিধানসভার আসন সংখ্যা ছিল ৮৭। যার মধ্যে লাদাখের ৪ টি আসনও ছিল।

English summary
Union territory Jammu and Kashmir and Ladakh will come into existence from 31st October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X