For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রকের হাতে বড়সড় সাফল্য, বাঁচানো গিয়েছে বহু অর্থমূল্যের বিদ্যুৎ

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের হাতে এল অভূতপূর্ব সাফল্য । অর্থমূল্যের বিচারে ২৯,০০০ কোটি টাকা মূল্যের বিদ্যুৎ বাঁচিয়ে ফেলেছে মন্ত্রক।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের হাতে এল অভূতপূর্ব সাফল্য । অর্থমূল্যের বিচারে ২৯,০০০ কোটি টাকা মূল্যের বিদ্যুৎ বাঁচিয়ে ফেলেছে মন্ত্রক। ডিসকমের জন্য মন্ত্রক যে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল , তারপর এভাবে সাফল্য় অর্জন একটি অভূতপূর্ব দৃষ্টান্ত।

কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রকের হাতে বড়সড় সাফল্য, বাঁচানো গিয়েছে বহু অর্থমূল্যের বিদ্যুৎ

জানা গিয়েছে, ডিসকম থেকে যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে , সেই ক্ষতির ৪১ শতংশকে কমিয়ে ফেলে আনা গিয়েছে। যা নিঃসন্দেহে একটি বড় সাফল্য বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের পক্ষে।

কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রকের হাতে বড়সড় সাফল্য, বাঁচানো গিয়েছে বহু অর্থমূল্যের বিদ্যুৎ

'উদয়' প্রকল্পের মাধ্যমে রাজস্থান, উত্ত প্রদেশ, তামিলনাড়ুর মতো রাজ্যগুলি ৬০ থেকে ৭০ শতাংশ আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। এদিকে ক্ষতির মুখ দেখে হরিয়ানাও, তবে হরিয়ানার ক্ষতির পরিমাণের প্রায় ৯০ শতাংশই পূরণ করা গিয়েছে।

মন্ত্রকের সাফল্যের তালিকায় আসছে অনেক কিছুই। যার মধ্যে সবচেয়ে বড় বিষয় হল দেশের প্রায় ১৩ ,৫১১ টি গ্রামে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ।

নিচের তালিকায় দেখে নেওয়া যাক সরকারের প্রাপ্তি:

  • ১৮ ৪৫২ টি গ্রামের মধ্যে দেশে ১৩৫১১ টি গ্রামে পৌঁছেছে বিদ্যুৎ সংযোগ।
  • ২০১৫ সালে বিদ্যুৎ সংযোগের নিরিখে ওয়ার্ল্ড ব্যাঙ্কের তালিকায় ৯৯ তম স্থানে ছিল ভারত। যেখান থেকে ২০১৭ সালে ২৬ তম স্থানে এসে পৌঁছেছে এদেশ।
  • সোলার ও বায়ু জাত শক্তিকে রেকর্ড উন্নতি করেছে দেশ। প্রতি ইউনিটে ৩.৪৬ উইন্ড টারিফ নেমেছে।
  • উজালা প্রকল্পের আওতায় ৫৬ টি এলইডি বাল্ব বিতরণ করা হয়েছে।২৩ কোটি সরকারের তরফে বাকি ২২ কোটি বাল্ব প্রাইভেট সেক্টরের তরফে বিতরণ করা হয়েছে।
  • ৭ লাখ এনার্জি এফিসিয়েন্ট ফ্যান বিতরণ করা হয়েছে ।
  • ১৮.৫ লাখ এলইডি টিউব লাইট বিতরণ করা হয়েছে।
  • ৭.২০ লাখ এলইডি স্ট্রিট লাইট ইনস্টল করা হয়েছে।
English summary
The power ministry has succeeded in saving power worth Rs 29,000 crore. This is a big achievement since the overall losses incurred by the DISCOMs has reduced by 41 per cent under the present dispensation at Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X