দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েকের সঙ্গে দেখা করতে গোয়া যাচ্ছেন রাজনাথ, মোদী নিলেন খোঁজ
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, তিনি নিজে গোয়া গিয়ে কেন্দ্রী প্রতিমন্ত্রীর স্বাস্থ্যের খবর নেবেন। তিনি খোঁজ নেবেন মন্ত্রীর চিকিৎসা ব্যবস্থার।কর্ণাটকে এক গাড়ি দুর্ঘটনার জেরে তিনি ও তাঁর পরিবার বিপদের মুখে পড়েন। মুহূর্তে স্ত্রীকে হারান মন্ত্রী। মৃত্যু হয় মন্ত্রীর ঘনিষ্ঠ সঙ্গীর। এদিকে, মন্ত্রী শ্রীপদ নায়েকের শারীরিক পরিস্থিতি এখন সংকটমুক্ত ।

দেখা গিয়েছে , যেভাবে গাড়িটি দুমড়ে মুচড়ে পড়েছে খাদের ধারে , তাতে দুর্ঘটনার তীব্রতা প্রবল। এদিকে, আয়ুষ ও প্রতিরক্ষা মন্ত্রকের এই প্রতিমন্ত্রী আপাতত ভর্তি গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মূলত উত্তর কান্নাড়ার অঙ্কোলাতে এই দুর্ঘটনা ঘটেছে। মন্ত্রী ইয়েল্লেপুর থেকে যাচ্ছিলেন গোয়ার গোকর্নার দিকে। মন্ত্রীর দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে।
এর আগে, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েক দুর্ঘটনার কবলে। প্রসঙ্গত, ৬৮ বছরের এই মন্ত্রী উত্তর গোয়ার সাংসদ। দীর্ঘদিন বিজেপি কর্মী হিসাবে তিনি পার্টি হাইকমান্ডের বেশ ঘনিষ্ঠ বলে খবর। তাঁর পরিবারের এই প্রবল পরিস্থিতি নিয়ে উদ্বেগে কেন্দ্রীয় মন্ত্রী সভা।