For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য দেশের প্রধান বিচারপতিকে আর্জি কেন্দ্রীয় আইনমন্ত্রীর

Google Oneindia Bengali News

ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা নিতে দেশের সর্বোচ্চ বিচারপতি এবং অন্য বরিষ্ঠ বিচারপতিদের তা নিশ্চিত করার কথা শনিবার জানিয়েছেন আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। তিনি আরও জানান যে, দেশের মহিলারা বেদনা ও যন্ত্রণার মধ্যে রয়েছে এবং তাঁরা বিচারের জন্য কাঁদছে। প্রসঙ্গত, হায়দরাবাদ ধর্ষণ কাণ্ড ও সম্প্রতি হওয়া উন্নাও ধর্ষণ মামলা দেশবাসীকে শিহরিত করে তুলেছে। দেশের বিচার ব্যবস্থা নিয়ে সকলেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

প্রধান বিচারপতিকে ধর্ষণ মামলার নিষ্পত্তির জন্য আবেদন


কেন্দ্রীয় মন্ত্রী বলেন, '‌আমি দেশের সর্বোচ্চ বিচারপতি এবং অন্যান্য বরিষ্ঠ বিচারপতিদের প্রতি অনুরোধ করব যে ধর্ষণের মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য নজরদারি করার একটি ব্যবস্থা করা হোক, যাতে ভারতের মর্যাদা হিসাবে দেশের আইনকে পুনরুদ্ধার করে তা গর্বিত দেশ হিসাবে পরিচয় পায়।’‌ তিনি এও জানান যে সরকার এর জন্য অর্থ সহায়তা করবে। মন্ত্রী বলেন, '‌দেশের মহিলারা বেদনা ও যন্ত্রণার মধ্যে রয়েছে। তাঁরা বিচারের জন্য কাঁদছে।’‌

মন্ত্রী জানান, জঘন্যতম অপরাধ ও অন্যান্য অপরাধের জন্য দেশে দ্রুত–শুনানির ৭০৪টি আদালত রয়েছে। সরকার পকসো ও ধর্ষণ মামলার নিষ্পত্তির জন্য আরও ১,১২৩টি আদালত গড়ার পদ্ধতি শুরু করে দিয়েছে। তিনি বলেন, '‌মহিলাদের ওপর হিংসা সম্পর্কিত আইনে আমরা ইতিমধ্যে মৃত্যুর শাস্তি এবং অন্য কঠোর শাস্তি সহ দুই মাসের মধ্যে বিচারকাজ সম্পন্ন রেখেছি।’‌ রবি শঙ্কর প্রসাদ আরও জানান, ভারতের বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত বা অধীনস্থ আদালত আইনের শাসনের নীতিগুলি বহাল রাখে। কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে অধস্তন বিচার বিভাগের দিকে আরও নজর দেওয়া প্রয়োজন। মন্ত্রী বলেন, '‌আমাদের অধস্তন বিচারবিভাগের দিকে আরও নজরদারি দেওয়া দরকার। আমাদের ভালো প্রতিভাসম্পন্ন বিচারকের প্রয়োজন। সময় এসেছে বিচারবিভাগের প্পতিভার দক্ষতাকে সামনে নিয়ে আসার।’‌ রাজস্থানের যোধপুরে হাইকোর্ট ভবনের উদ্বোধনে এসে কেন্দ্রীয় আইনমন্ত্রী এই কথাগুলি বলেন।

English summary
law minister urge to cji, CJI to ensure mechanism to monitor quick disposal, of rape cases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X