For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজোটের দশা হবে ২০১৭-র মতো, রাজনাথ স্পষ্ট করলেন উত্তরপ্রদেশে ২০১৯-এর ফল

উত্তরপ্রদেশে বুয়া-ভাতিজা জোট কোনও প্রভাবই ফেলতে পারবে ২০১৯ লোকসভা নির্বাচনে। সোমবার সাফ জানালেন রাজনাথ সিং।

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে বুয়া-ভাতিজা জোট কোনও প্রভাবই ফেলতে পারবে ২০১৯ লোকসভা নির্বাচনে। সোমবার সাফ জানালেন রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ভুলে যাবেন না ২০১৭ সালের কথা। কী ঘটেছিল সেবার! কোথায় গিয়েছিল জোট! এবারও তাই হবে। উত্তরপ্রদেশের মানুষ, দেশের মানুষ ছুড়ে ফেলে দেবে জোটকে।

যত পারে জোট করুন, কিন্তু...

যত পারে জোট করুন, কিন্তু...

রাজনাথ সিং বলেন, যত পারে জোট করতে পারেন বিরোধীরা। কোনও ফলই হবে না। বিজেপিই জিতবে। শুধু জিতবেই না, গতবারের থেকে একটি আসনও কম পাবে না বিজেপি। গতবারের তুলনায় এবার অর্থাৎ ২০১৯ নির্বাচনে আরও বেশি আসনে জিতবে বিজেপি।

৭২-র কম নয়

২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৮০টির মধ্যে ৭২টি আসন জিতেছিল বিজেপি। এবার সেই সংখ্যাটাও ছাপিয়ে যাবে। ৮০টি আসনেই জিতবেন তাঁরা। ফুৎকারে উড়ে যাবে জোট। কোন অঙ্কে তা হবে, সে ব্যাখ্যাও দিলেন রাজনাথ সিং। তুলে ধরলেন ২০১৭-র বিধানসভা নির্বাচনের উদাহারণ।

২০১৭ ভুলে যাবেন না

২০১৭ ভুলে যাবেন না

রাজনাথ বলেন, ২০১৭ সালে সমাজবাদী পার্টির সঙ্গে জোট হয়েছিল কংগ্রেসের। তা সত্ত্বেও বিজেপিকে আটকাতে পারেনি তারা। আরও বেশি আসনে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি। মুছে গিয়েছিল সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস। সপা-বসপা জোট সত্ত্বেও ২০১৭ সালের পুনরাবৃত্তি হবে ২০১৯-এ।

বুয়া-ভাতিজা জোট উত্তরপ্রদেশে

বুয়া-ভাতিজা জোট উত্তরপ্রদেশে

উল্লেখ্য, ২০১৯ নির্বাচনের প্রাক্কালে উত্তরপ্রদেশে জোট গড়েছেন মায়াবতী ও অখিলেশ। কংগ্রেসকে সেই জোটের বাইরে রাখা হয়েছে। পূর্বে উপনির্বাচনগুলিতে দেখা গিয়েছে, বুয়া-ভাতিজা এক হলে নিজেদের গড়েও দিশেহারা হয়ে পড়ে বিজেপি। বিগত তিনটি উপনির্বাচনে জয়ী হয়েছে সপা-বসপার জোট প্রার্থীরা। তাই এবার উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে মুছে দিতে হাত মিলিয়েছেন তাঁরা।

English summary
Union Home Minister Rajnath Singh gives message on SP-BSP alliance in UP. He says that have they forgotten what happened in 2017 elections?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X