For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক মন্দার কোপে পড়তে চলেছে ভারত! লোকসভায় কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

আর্থিক মন্দার কোপে পড়তে চলেছে ভারত! লোকসভায় কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Google Oneindia Bengali News

দেশের ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক ঘণ্টার বক্তব্যে তিনি বলেন, মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতির বিকাশ হয়েছে। করোনা মহামারীর সঙ্গে লড়াই করার পরেও ভারতের অর্থিক বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ভারতের বর্তমান অর্থনীতি বেশ স্থিতিশীল। শ্রীলঙ্কা ও পাকিস্তানের অর্থনীতি দেখে ভয় পাওয়ার কোনও কারণ নেই। লোকসভায় বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আটা, চাল, দুধের মতো অতি প্রয়োজনীয় খাদ্যপণ্যকে জিএসটির অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন।

ভারতের আর্থিক মন্দার প্রশ্নই নেই

ভারতের আর্থিক মন্দার প্রশ্নই নেই

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ভারতের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের একাধিক সিদ্ধান্ত ভারতের অর্থিক বৃদ্ধি অব্যাহত রেখেছে। তিনি ব্লুমার্গের একটি প্রতিবেদন উল্লেখ করে বলেন, ভারতের আর্থিক মন্দার মুখে পড়ার সম্ভাবনা শূন্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি তথ্য উল্লেখ করে তিনি বলেন, ভারতের অবস্থা অন্যান্য অনেক দেশের তুলনায় বেশ ভালো। ভারতের মুদ্রাস্ফীতি প্রসঙ্গে বলেন, ভারতের মুদ্রাস্ফীতি ৭ শতাংশের মধ্যে আটকে রাখা সম্ভব হয়েছে। করোনা মহামারী, ওমিক্রন, চিনের সঙ্গে শীতল লড়াই মুদ্রাস্ফীতির অন্যতম কারণ। পাশাপাশি বিশ্বের জুড়ে মু্দ্রাস্ফীতি দেখা দিয়েছে। তাপ মধ্যেও মুদ্রাস্ফীতি সাত শতাংশের মধ্যে আটকে রয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, মুদ্রাস্ফীতি আরও কমিয়ে আনার চেষ্টা করা হবে।

খোলা ও ভোজ্য খাদ্যপণ্যে জিএসটি নেই

খোলা ও ভোজ্য খাদ্যপণ্যে জিএসটি নেই

খাদ্যপণ্যকে জিএসটির আওতায় নিয়ে আসা নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। তাঁরা বার বার অভিযোগ করেছেন, খাবারের দাম আরও বেড়ে যাবে। সাধারণ মানুষের খরচ বাড়বে। এই প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র প্যাকেটজাত খাদ্যপণ্যের ওপর জিএসটি প্রয়োগ করা হয়েছে। কিন্তু খোলা খাদ্যপণ্যের ওপর কোনও জিএসটি নেই। তিনি বলেন, খোলা বাজারে বিক্রি তেলে ভাজা ব ভোজ্য কোনও বস্তুর ওপর কোনও জিএসটি চাপানো হয়নি। পাশাপাশি তিনি বলেন, হাসপাতালে যে সমস্ত আইসিইউয়ের বেড ভাড়া পাঁচ হাজারের ওপর সেখানে ৫ শতাংশ জিএসটি প্রয়োগ করা হয়েছে। আইসিইউ বেডের ভাড়ার সঙ্গে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রের ভাড়া যুক্ত করা হয়নি। শুধু আইসিইউ বেডের ভাড়া ৫০০০ বা তার বেশি হলে ৫ শতাংশ জিএসটি প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশে আমদানি সস্তা করতে বিশেষ ব্যবস্থা

দেশে আমদানি সস্তা করতে বিশেষ ব্যবস্থা

দেশে আমদানি সস্তা করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, পাম তেল, সূর্যমুখী তেলের শুল্ক ব্যাপক পরিমাণে হ্রাস করা হয়েছে। যার ফলে মানুষ কম মূল্যে এই তেল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই সরকার দেশের দরিদ্রদের জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার খাদ্যশষ্য, জ্বালানি ও সারের ক্ষেত্রে ২৪.৮৫ কোটি টাকা খরচ করেছে।

সংসদের বর্ষাকালীন অধিবেশন ২০২২, দ্বাদশ দিন: রাজ্যসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা, লোকসভায় আদমশুমারি নিয়ে উত্তর সংসদের বর্ষাকালীন অধিবেশন ২০২২, দ্বাদশ দিন: রাজ্যসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা, লোকসভায় আদমশুমারি নিয়ে উত্তর

English summary
Union finance minister Nirmala Sitharaman explains India’s financial growth in Lok Sobha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X