For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটে কর্পোরেট সারচার্জ ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ, ঘোষণা অর্থমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

আজ সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি ঘোষণা করেছেন সরকার কর্পোরেট সারচার্জ ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করেছে। পিএফের ওপর জন্য বাড়তি সুবিধা থাকছে। করের বোঝা কমানো হল সমবায়গুলির উপর থেকে।

সুযোগ বাড়ানো হয়েছে রিটার্ন ফাইলে

সুযোগ বাড়ানো হয়েছে রিটার্ন ফাইলে

২০১৪ সালে যে কর কাঠামো ছিল সেই কাঠামোই এখন থাকছে। ২.৫ লক্ষ টাকা আয়করের সীমা থাকছে। কিন্তু সুযোগ বাড়ানো হয়েছে রিটার্ন ফাইলে। ২ বছরের মধ্যে আপডেট রিটার্ন ফাইল করতে হবে।

সীতারমন কী জানালেন

সীতারমন কী জানালেন

সীতারমন জানান, ভার্চুয়াল ডিজিটাল সম্পদের স্থানান্তর করতে ৩০ শতাংশ হারে কর দিতে হবে। করোনা মহামারির কারণে আমজনতার ওপর করের বোঝা চাপাতে চাইনি। তাই এবার আয়করের পরিবর্তন অপরিবর্তিত রেখেছি। পাশপাশি তিনি আরও জানান,সমবায় সমবায় সমিতিগুলির কর কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

অর্থমন্ত্রী কী জানালেন

অর্থমন্ত্রী কী জানালেন

অর্থমন্ত্রী আরও জানান, রাজ্য সরকারি কর্মচারীদের কর বাড়িয়ে ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হয়েছে। পাশপাশি তাঁদের সামাজিক সুরক্ষা সুবিধাগুলি দেওয়া হবে। যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে যাতে সমান থাকে।

ডিজিটাল মুদ্রা চালু

ডিজিটাল মুদ্রা চালু


তিনি জানান, দেশে চালু হচ্ছে ডিজিটাল মুদ্রা, তা ব্যবহার করা হবে ব্লকচেইন টেক দিয়ে। ২০২২-২০২৩ সালের অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে আসছে ডিজিটাল রুপি। দেশের নিজস্ব ডিজিটাল কারেন্সি হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন ব্লকচেনের মাধ্যমে করা হবে। এই ডিজিটাল কারেন্সি বা Digital Rupee বা Central Bank Digital Currency চালু করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। হাতে দেশবাসী অনেক উপকৃত হবেন।

ডিজিটাল সম্পদে ৩০ শতাংশ ছাড়

ডিজিটাল সম্পদে ৩০ শতাংশ ছাড়

তিনি আরও জানান, ২০২৩ অর্থবর্ষের মোট ব্যয়ের ওপর ৩৯.৪৫ লক্ষ কোটি টাকার মোট সম্পদ সংগ্রহের পরিমাণের ওপর ২২.৮৪ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া ছাড়া, কর্পোরেটের সমতুল্য কো-অপ সোসাইটির ন্যূনতম কর ১৫ শতাংশ কমানোর কথা। ভার্চুয়াল, ডিজিটাল সম্পদ বিক্রি বা অধিগ্রহণ থেকে আয়ের উপর কর ৩০ শতাংশ।

নতুন বাজেটে অর্থবছরে কর কাঠামোয় পরিবর্তন করা হয়েছে

নতুন বাজেটে অর্থবছরে কর কাঠামোয় পরিবর্তন করা হয়েছে

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ২০২২-২০২৩ সালে অর্থ বছরে ব্যক্তিগত কর কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর অর্থাৎ ২০১৪ সালে যে কর কাঠামো ছিল সেই কাঠামোই এখন থাকছে।

English summary
In the budget, the corporate surcharge has been reduced from 12 % to 7% percent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X