For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Budget 2023: 'গরীব, কৃষক সহ মধ্যবিত্তের স্বপ্নকে সত্যি করবে', বাজেট নিয়ে আরও যা বললেন মোদী

লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের বাজেট। ইতিমধ্যে এই বাজেট নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি এই বাজেট মানুষের জন্যে নয়। যদিও বিজেপি বলছে আগামী দেশ নির্মাণ করবে এই বাজেট

  • |
Google Oneindia Bengali News

Union Budget 2023: আম বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ! বিশ্লেষকদের মতে, আগামী বছর ভোটের দিকে তাকিয়েই এই বাজেট পেশ করা হয়েছে। সব শ্রেণির মানুষের কথা ভেবেই এদিনের এই বাজেট বলে মত একাংশের। ইতিমধ্যে বিজেপির তরফে এই বাজেটের প্রশংসা করা হয়েছে। বিজেপির দাবি, এই বাজেট আগামিদিনের দিশা দেখাবে। নয়া দিগন্ত খুলে দেবে

যদিও এই বাজেটের কোনও দিশা নেই বলেই দাবি বিরোধীদের। এমনকি এই বাজেট অমবস্যার অন্ধকারের মতো ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

'সবার স্বপ্ন সত্যি হবে'

'সবার স্বপ্ন সত্যি হবে'

বাজেট পেশের পরেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, অমৃতকালের প্রথম বাজেট বিকশিত ভারতের বিরাট সঙ্কল্পকে বাস্তব করবে। শুধু তাই নয়, বাস্তব করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই বাজেট আজকের উচ্চাকাঙ্ক্ষী সমাজ, গ্রাম, দরিদ্র, কৃষক, মধ্যবিত্ত সবার স্বপ্ন পূরণ করবে। এমনকি এই বাজেটে সুবিধাবঞ্চিতদের সুযোগের কথাও বলা হয়েছে বলে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর মুখে বিশ্বকর্মার কথা

প্রধানমন্ত্রীর মুখে বিশ্বকর্মার কথা

এদিন প্রধানমন্ত্রী একাধিক ইস্যুতে কথা বলেন। তাঁর মতে, এই বাজেটে প্রথমবার একাধিক যোজনার কথা উল্লেখ করা হয়েছে। এতে মানুষজনের ট্রেনিং, প্রযুক্তি, ক্রেডিট এবং মার্কেট সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে পিএম বিকাশের মাধ্যমে আমাদের কোটি কোটি বিশ্বকর্মার জীবনে বড় বদল আসবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে মহিলাদের জীবন স্তরেও বদলের কথা এই বাজেটে রয়েছে বলে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন, গ্রাম থেকে শহরে থাকা মহিলাদের জীবনস্তরে বদলের ক্ষেত্রে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাজেটে মহিলাদের জন্য একটি বিশেষ সঞ্চয় প্রকল্পও চালু করা হয়েছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী।

মধ্যবিত্ত বড় একটা শক্তি

মধ্যবিত্ত বড় একটা শক্তি

প্রধানমন্ত্রী বলেন, বছর ২০১৪ সালের তুলনায় পরিকাঠামোতে বিনিয়োগ ৪০০ শতাংশ বেশি বৃদ্ধি হয়েছে। এবার প্রযুক্তি ক্ষেত্রে ১০ লাখ কোটি টাকার বিনিয়োগের কথাও এদিন জানিয়েছেন নরেন্দ্র মোদী। আর এই বিনিয়োগ যুবদের জন্যে রোজগার এবং সমাজের বড় একটা মানুষের জন্যে রোজগারের একটা রাস্তা খুলে দেবে বলে মনে করছেন তিনি। সমৃদ্ধ এবং বিকশিত ভারতের স্বপ্ন পুরো করতে মধ্যবিত্ত বড় একটা শক্তি। আর তাদীর কথা ভেবেই করে বড়সড় ছাড় দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

<strong>বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে</strong>বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে

English summary
Narendra modi claims this budget will fulfill the dreams of middle class and farmers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X