For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্মলার বাজেটের জের, এবার থেকে মোবাইল কিনলে সঙ্গে মিলবে না চার্জার!

Google Oneindia Bengali News

লোকসভায় আজ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তাঁর পেশ করা বাজেটে একাধিক পণ্যের মূল্য বৃদ্ধি হতে চলেছে৷ নির্মলা সীতারমনের পেশ করা বাজেটে দাম বাড়ছে মোবাইলের৷ প্রস্তাবিত বাজেটের জেরে মোবাইল চার্জারেরও দাম বাড়তে পারে৷ এর জেরেই এবার আশঙ্কা দেখা দিয়েছে যে, মোবাইল প্রস্তুকারক সংস্থাগুলি হয়ত এবার থেকে মোবাইলের সঙ্গে আর চার্জার দেবে না।

মোবাইল যন্ত্রাংশ এবং চার্জারে ২.৫ শতাংশ আমদানি শুল্ক

মোবাইল যন্ত্রাংশ এবং চার্জারে ২.৫ শতাংশ আমদানি শুল্ক

মোবাইল যন্ত্রাংশ এবং চার্জারে ২.৫ শতাংশ আমদানি শুল্ক বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'সারা বিশ্বে মোবাইল থেকে শুরু করে মোবাইলের যন্ত্রাংশ ও মোবাইলের সঙ্গে ব্যবহৃত সমস্ত জিনিসের উৎপাদনে আগের থেকে অনেকটাই এগিয়ে ভারত। ফলত, রফতানিও করতে প্রস্তুত হচ্ছে দেশ। বিশ্বের অন্যান্য দেশগুলিও এবার থেকে মোবাইল এবং চার্জারের মতো পণ্য ভারতের কাছ থেকেই কিনবে, যার জন্য ইতিমধ্যে বাজারও তৈরি হয়ে গিয়েছে।'

মোবাইল, চার্জারের পাশাপাশি দাম বাড়ছে পাওয়ার ব্যাঙ্কেরও

মোবাইল, চার্জারের পাশাপাশি দাম বাড়ছে পাওয়ার ব্যাঙ্কেরও

মোবাইল, চার্জারের পাশাপাশি দাম বাড়ছে পাওয়ার ব্যাঙ্কেরও৷ এর জেরেই এবার আশঙ্কা বেড়েছে যে হয়ত এবার থেকে মোবাইল বিক্রি করার সময় এবার থেকে আর হয়ত চার্জার দেবে না সংস্থাগুলি। এমনিতেই এখন বহু মোবাইলের সঙ্গে মেলে না ইয়ারফোন। এাবর থেকে মোবাইলের দাম আগের পর্যায়ে রাখার খাতিরে কোপ পড়তে পারে চার্জারের উপরও।

ভারতে মোবাইল প্রস্তুত করার ক্ষমতা বাড়বে

ভারতে মোবাইল প্রস্তুত করার ক্ষমতা বাড়বে

নির্মলা সীতারমন এদিন আরও জানান, মোবাইল ফোনের চার্জার এবং যন্ত্রাংশের উপরে ছাড় তুলে নেওয়া ফলে আগের থেকে আরও বেশি পরিমাণে বাড়বে ভারতে মোবাইল প্রস্তুত করার ক্ষমতা। তিনি বলেন, 'খুব দ্রুততার সঙ্গে এ দেশে ডমেস্টিক ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং বেড়েছে। এবার আমরা মোবাইল এবং চার্জারের মতোও জরুরি জিনিস রফতানি করব।'

অর্থমন্ত্রীর ঘোষণার জেরে প্রভাব পড়বে মোবাইলের দামের উপর

অর্থমন্ত্রীর ঘোষণার জেরে প্রভাব পড়বে মোবাইলের দামের উপর

অর্থমন্ত্রী আরও বলছেন, 'দেশে প্রস্তুত হওয়া সরঞ্জামের মান বাড়ানোর জন্য আমরা চার্জার এবং মোবাইলের যন্ত্রাংশের উপরে আগের ছাড় প্রত্যাহার করছি। এছাড়াও মোবাইলের কিছু যন্ত্রাংশ আগের এক্কেবারে শূন্য রেট থেকে মাঝারি ২.৫ শতাংশ শুল্ক বসানো হবে। খুব শীঘ্রই এই দাম বৃদ্ধি লাগু হবে।' অর্থমন্ত্রীর এ ঘোষণার জেরে প্রভাব পড়বে মোবাইলের দামের উপরেও।

English summary
Union Budget 2021: Due to price rise, chargers might not be given away along with Mobiles anymore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X