For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেকারত্বের হার নামল ৪ বছরের সব থেকে নিচে! কোথায় বাড়ছে চাকরির সুযোগ, কোথায় হচ্ছে নিয়োগ

বেকারত্বের হার নামল ৪ বছরের সব থেকে নিচে! কোথায় বাড়ছে চাকরির সুযোগ, কোথায় হচ্ছে নিয়োগ

  • |
Google Oneindia Bengali News

দেশে টাকার দাম কমলেও বেড়েছে চাকরির সুযোগ। আগের মাসগুলির তুলনায় সেপ্টেম্বরে বেকারত্বের হার যেখানে পৌঁছেছে, তা গত চার বছরের মধ্যে সব থেকে কম। শুধু শহরেই নয়, গ্রামেও বেকারত্বের হার নিম্নমুখি। সারা দেশে অগাস্টে যেখানে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ, সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৬.৪ শতাংশে।

দেশে কর্মসংস্থানের বৃদ্ধি

দেশে কর্মসংস্থানের বৃদ্ধি

একদিকে যখন বেকারত্বের হার কমছে, অন্যদিকে শ্রমশক্তির অংশগ্রহণের হার বাড়ছে। অগাস্টে যেখানে শ্রম শক্তির অংশগ্রহণের হার ছিল ৩৯.২৪ শতাংশ সেখানে সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৩৯.৩২ শতাংশে। শ্রমশক্তির বৃদ্ধির অর্থ হল অনেকে চাকরি খুঁজছে এবং কর্মসংস্থানেরও বৃদ্ধি হয়েছে। দেশব্যাপী কর্মসংস্থানের বৃদ্ধি হলেও, তা এখনও কোভিডের আগের স্তরে পৌঁছনি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ২০১৯-২০ সালে যেখানে ৪০৮.৮৯ মিলিয়ন লোকের কর্মসংস্থান হয়েছিল, সেখানে ২০২১-২২-এ তা ৪০১.৮৫ মিলিয়নে পৌঁছেছে।

 কোথায় কোথায় কর্মসংস্থান বাড়ছে

কোথায় কোথায় কর্মসংস্থান বাড়ছে

হোটেল, পর্যটন শিল্প এবং উৎপাদন শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে। তবে রিয়েল এস্টেট, নির্মাণ শিল্প, শিক্ষা, আইটি, ডেলিভারি এবং খুচরো বিভাগে কর্মসংস্থানের বৃদ্ধি তুলনামূলকভাবে আরও অনেক বেশি। সেপ্টেম্বরে শুধু নির্মাণ শিল্পেই কর্মসংস্থানের বৃদ্ধি হয়েছে ৭ মিলিয়নের মতো। এর মধ্যে মূলত নিম্নমানের চাকরিতে কর্মসংস্থানের বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এছাড়াও স্ব-কর্মসংস্থানে কর্ংসংস্থান বেড়েছে।

এমজিএনআইজিএ এবং এমএসএমই-তে কর্মসংস্থান বেড়েছে

এমজিএনআইজিএ এবং এমএসএমই-তে কর্মসংস্থান বেড়েছে

২০২০ সালের জুনে যেখানে এমজিএনআরইজিএ-তে ৪৪.৭৯ মিলিয়ন পরিবার কাজ চেয়েছিল, সেখানে এই সেপ্টেম্বরে কাজের দাবি করেছে ১৬.৭৭ মিলিয়ন পরিবার। সেপ্টেম্বরের সংখ্যাটা আগের মাসের তুলনায় ৫ শতাংশ বেশি।
অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এমএসএমই সেক্টরে ২০২১-২২-এ ৯৩ লক্ষের বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছিল।

সেপ্টেম্বরে বেড়েছে কর্মসংস্থান

সেপ্টেম্বরে বেড়েছে কর্মসংস্থান

অগাস্টে যেখানে কর্মসংস্থান ছিল ৩৯৪.৬ মিলিয়ন, সেখানে সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৪০৪.২ মিলিয়নে। গ্রামীণ ভারতে অগাস্টে কর্মসংস্থান ছিল ২৭০.৩ মিলিয়ন। সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ২৭৮.২ মিলিয়ন। তবে গ্রামীণ এলাকায় উৎপাদন এবং নির্মাণ শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিই প্রতিফলিত হয়েছে বর্তমান সংখ্যা তত্ত্বে। অন্যদিকে শহর অঞ্চলে অগাস্টে কর্মসংস্থান বৃদ্ধি অগাস্টে ১২৪.২ মিলিয়ন থেকে সেপ্টেম্বরে ১২৫.৯ মিলিয়নে পৌঁছে গিয়েছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মসংস্থান বৃদ্ধি আশাব্যঞ্জক। আন্তর্জাতিক স্তরে চাহিদা থাকায় সেপ্টেম্বরে কর্মসংস্থানের বৃদ্ধির হার দ্রুত বৃদ্ধি পেয়েছে।

মমতার অভিযোগ এখন বিজেপির মুখে! মালবাজারের হড়পা বান নিয়ে গেরুয়া বিধায়কের নিশানায় তৃণমূল সরকার মমতার অভিযোগ এখন বিজেপির মুখে! মালবাজারের হড়পা বান নিয়ে গেরুয়া বিধায়কের নিশানায় তৃণমূল সরকার

English summary
Unemplotment rate in India fell to a 4 years low in September 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X