For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীর শাসনকালে উত্তর প্রদেশে কোণঠাসা বিজেপি! পর পর নির্বাচনে যেভাবে ধাক্কা খেল পদ্মশিবির

রাজনৈতিক মহলে বলা হয়ে থাকে, গো-বলয় যার দখলে, তার কাছে সংসদ দখল করা সোজা! গোবলয়ের অন্যতম বড় রাজ্য উত্তর প্রদেশ। যার শাসন ভার রয়েছে বিজেপির যোগী আদিত্যনাথ সরকারের ওপর।

  • |
Google Oneindia Bengali News

রাজনৈতিক মহলে বলা হয়ে থাকে, গো-বলয় যার দখলে, তার কাছে সংসদ দখল করা সোজা! গোবলয়ের অন্যতম বড় রাজ্য উত্তর প্রদেশ। যার শাসন ভার রয়েছে বিজেপির যোগী আদিত্যনাথ সরকারের ওপর। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে সংসদ দখলের জন্য প্রত্যেকটি দলই এদেশে মুখিয়ে রয়েছে। তার আগে কর্ণাটক নির্বাচন যেমন অ্যাসিড টেস্ট ছিল, তেমনই ১০ টি বিধানসভা ও ৪ টি লোকসভা আসনের উপনির্বাচনও প্রতিটি রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ ছিল। আর এই নির্বাচনে আদিত্যনাথের উত্তর প্রদেশে কার্যত মুখ থুবড়ে পড়ল বিজেপি।

যোগীর শাসনকালে উত্তর প্রদেশে কোণঠাসা বিজেপি! পর পর নির্বাচনে যেভাবে ধাক্কা খেল পদ্মশিবির

শুধু আজকের উপনির্বাচনে নয়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলে উত্তর প্রদেশে বিজেপি একের পর এক নির্বাচনে পরাজয়ের মুখ দেখেছে। সেখানে সাম্প্রতিক সময়ে ৫টির মধ্যে ৪ টি নির্বাচনেই হেরেছে বিজেপি।৫ টি উপনির্বাচনের মধ্যে যোগীরাজ্যে বিজেপি হেরেছে কৈরানা, গোরক্ষপুর, ফুলপুর, লোকসভা আসন। নূরপুর বিধানসভা আসনও আজকের উপনির্বাচনে খুইয়েছে পদ্ম শিবির। আর এই সমস্ত রাজনৈতিক বিপর্যয় নেমে আসে এই রাজ্যে যোগী আদিত্যনাথের শাসনকালে। উল্লেখ্য, এই সমস্ত নির্বাচনী ক্ষেত্রের মধ্য়ে যোগীর শক্ত দূর্গ ছিল তাঁর এলাকা গোরক্ষপুর। যেখানে ৫ বারের লোকসভা আসনে সাংসদ নির্বাচিত হন আদিত্যনাথ। এলাকায় গোরক্ষনাথ মঠের প্রধান পুরহিত হিসাবে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন আদিত্যনাথ। সেই গোরক্ষপুর বিজেপির আঁতুরঘর হওয়া সত্ত্বেও তা হাত ছাড়া হয়েছে অমিত শাহের দলের।

[আরও পড়ুন:বিধানসভা উপনির্বাচনে দুরমুশ বিজেপি! কংগ্রেস-সপা-তৃণমূলের জয়ে জোরালো মোদী-বিরোধী হাওয়া][আরও পড়ুন:বিধানসভা উপনির্বাচনে দুরমুশ বিজেপি! কংগ্রেস-সপা-তৃণমূলের জয়ে জোরালো মোদী-বিরোধী হাওয়া]

[আরও পড়ুন:কংগ্রেসেই এখন সংখ্যাগরিষ্ঠ দল মেঘালয়ে, সম্ভাবনা নয়া সরকার গঠনের][আরও পড়ুন:কংগ্রেসেই এখন সংখ্যাগরিষ্ঠ দল মেঘালয়ে, সম্ভাবনা নয়া সরকার গঠনের]

প্রসঙ্গত, আজকের উপনির্বাচনে হারের পর স্বভাবতই উত্তর প্রদেশের বিজেপি শিবিরে ফের চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। একের পর এক পোক্ত ঘাঁটিতে বিরোধীদের থাবা বসলানোর ঘটনা চিন্তায় ফেলেছে সরকার পক্ষকে। উল্লেখ্য, বিজেপিতে নরেন্দ্র মোদীর পরই স্টার ক্যাম্পেনার হিসাবে দেখা হয় আদিত্যনাথকে। তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে কোন রাজনৈতিক অঙ্কে বিজেপি পিছিয়ে পড়ছে , সেদিকে নজর রাজনৈতিক বিশ্লেষকদের।

English summary
Under Yogi Adityanath, BJP lost 4 out of 5 by-elections.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X