For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন শ্রম আইন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধেই প্রতিবাদে নামছে আরএসএস এর সংগঠন

নতুন শ্রম আইন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধেই প্রতিবাদে নামছে আরএসএস এর সংগঠন

Google Oneindia Bengali News

নতুন শ্রম আইন অনুযায়ী গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, গোয়া ও মহারাষ্ট্র সরকার কাজের সময় বাড়িয়ে দিয়েছে। এই ছয় সরকার ও নতুন শ্রম আইনের বিরুদ্ধে ২০ মে দেশজুড়ে প্রতিবাদে সামিল হবে আরএসএস অন্তর্ভুক্ত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (‌বিএমএস)‌। বৃহস্পতিবার তারা এ বিষয়টি জানিয়েছেন।

৮–১২ ঘণ্টা বাড়ানো হয়েছে কাজের সময়

৮–১২ ঘণ্টা বাড়ানো হয়েছে কাজের সময়

বিএমএস বলেছে, ‘এই পদক্ষেপ শ্রম আইন ও শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে এবং তাঁদের দেওয়ালে চেপে ধরছে।'‌ ‌শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করে এখনও বেশ কিছু রাজ্যে পুরনো আইনই বলবৎ রয়েছে। বিএমএস প্রধান বৃজেশ উপাধ্যায় এক বিবৃতিতে বলেন, ‘‌কাজের সময় ৮ থেকে ১২ ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে অন্যান্য রাজ্যগুলিও এই নিয়ম অনুসরণ করছে। এটি ইতিহাসে শোনা যায়নি এবং সবচেয়ে অগণতান্ত্রিক দেশগুলিতেও বিরল।'‌

রাজ্য সরকারগুলি সব সীমা অতিক্রম করেছে

রাজ্য সরকারগুলি সব সীমা অতিক্রম করেছে

বিএমএসের জাতীয় সভাপতি সাজি নারায়ণান বলেন, ‘‌কেন্দ্রীয় সরকার যেখানে নতুন বিনিয়োগ এবং নতুন শিল্প নিয়ে আসছে, এটা লক্ষ্য করা গিয়েছে যে শ্রম সংস্কারের নাম করে, সরকার সব সীমা অতিক্রম করছে এবং ৪০টি কেন্দ্রীয় শ্রম আইনের পাশাপাশি রাজ্যের আইনগুলিকেও কবর দিতে চলেছে।'‌ তিনি আরও বলেন, ‘‌শুধুমাত্র তিনটে কি চারটে আইন সুরক্ষিত। এটি তিন রাজ্যের শ্রম খাতে আইনহীন ক্ষেত্র তৈরি করেছে। কাজের শর্ত, সামাজিক সুরক্ষা, বিরোধ নিষ্পত্তি, চুক্তি শ্রম, কর্মজীবী সাংবাদিক, বোনাস এবং গ্র্যাচুয়িটি সম্পর্কিত আইনগুলি প্রত্যাহার করা হয়েছে।'‌

দেশজুড়ে আন্দোলনের পথে বিএমএস

দেশজুড়ে আন্দোলনের পথে বিএমএস

নারায়ণ জানিয়েছেন, এই রাজ্য সরকারগুলি বিনিয়োগকে আকর্ষণ করার নামে সামাজিক অগ্রগতিকে উল্টে দিচ্ছে। তিনি বলেন, ‘‌শিল্প সংগঠনগুলিকে দেওয়ালে চেপে দেওয়া হয়েছে এবং দেশজুড়ে প্রতিবাদে নামা ছাড়া বিএমএসের কাছে আর কোনও বিকল্প খোলা নেই। সামাজিক দুরত্বকে বজায় রেখে গণতান্ত্রিক পথেই আমাদের প্রতিবাদ হবে।'‌

রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি বিএমএসের

রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি বিএমএসের

বিএমএস এ বিষয়ে আগেই রাজ্যের সব সংগঠনকে তাঁদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ‘শ্রম আইন প্রত্যাহার বন্ধ করুন এবং শ্রম খাতে গৃহীত প্রতিটি পদক্ষেপ ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা করতে বলুন'‌ বিষয়টি জানিয়েছে। যদিও রাজ্য সরকারগুলির পক্ষ থেকে খুব কমই সাড়া পাওয়া গিয়েছে বলে জানিয়েছে বিএমএস।

কেন 'স্মল ডোজে' প্যাকেজ ঘোষণা, অর্থমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদকেন 'স্মল ডোজে' প্যাকেজ ঘোষণা, অর্থমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ

English summary
under the new labor law six states have increased working hours bms protesting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X