For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ দিনের কাজের অন্তর্গত ১৭ কোটির বেশি দরিদ্র পাবে মে মাসের অতিরিক্ত খাদ্যশস্য

Google Oneindia Bengali News

দেশজুড়ে ১৭ কোটি সুবিধাভোগী প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত মে মাসের জন্য অতিরিক্ত ৫ কেজি করে খাদ্যশস্য পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা, খাদ্য ও গণ বন্টন মন্ত্রক। করোনা সঙ্কটের সময় কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্য কেন্দ্র সরকারের এই প্রচেষ্টা বলে জানানো হয়েছে।

২৬ মার্চ এই প্রকল্পের ঘোষণা

২৬ মার্চ এই প্রকল্পের ঘোষণা

সরকারি তথ্য অনুযায়ী, ২৮ মে পর্যন্ত গরীব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত ৬২ কোটিরও বেশি বা ৭৮ শতাংশ সুবিধাভোগীর মধ্যে খাদ্যশষ্য বন্টন করা হয়েছে। এই প্রকল্পের সঙ্গ জড়িত রয়েছে ৮০ কোটি এনএফএসএ সুবিধাভোগী, যাঁরা তাঁদের মাসের বরাদ্দের চেয়ে অতিরিক্ত ৫ কেজি খাদ্যশষ্য বিনামূল্যে পাবেন। গরিবদের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতাধীন কেন্দ্রের ১.‌৭০ লক্ষ কোটি টাকার প্যাকেজের প্রধান উপাদান হল পিএমজিকেএওয়াই। গত ২৬ মার্চ এই প্রকল্পের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

দিল্লি ও পশ্চিমবঙ্গ শুরু করেনি মে মাসের বন্টন

দিল্লি ও পশ্চিমবঙ্গ শুরু করেনি মে মাসের বন্টন

শুক্রবার উপভোক্তা, খাদ্য ও গণ বন্টনের কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসওয়ান জানিয়েছেন, অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সম্পূর্ণ বা আংশিক বন্টন চালিয়ে গেলেও, দিল্লি বা পশ্চিমবঙ্গ এখনও তাদের মে মাসের বন্টন শুরু করতে পারেনি। নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয়বার ক্ষমতায় আসার প্রথম বার্ষিকীর আগেই অনলাইনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাসওয়ান বলেন, ‘‌পিএমজিকেএওয়াই-এর অন্তর্গত এপ্রিল মাসের কোটায় খাদ্যশষ্য বন্টন করছে দিল্লি ও পশ্চিমবঙ্গ। এপ্রিলে দিল্লি ৯৬ শতাংশ বন্টন করেছে, যেখানে পশ্চিমবঙ্গ ৯৩ শতাংশে দাঁড়িয়ে। তবে এই দু'‌টি রাজ্য এখনও পর্যন্ত মে মাসের বন্টনের ক্ষেত্রে শূন্যতে দাঁড়িয়ে রয়েছে।'‌ পাসওয়ান জানিয়েছেন যে তিনি এই দুই রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রীদের চিঠি লিখে অনুরোধ করেছেন যে মে মাসের বন্টন যেন তাঁরা শুরু করে দেয়।

চারটে রাজ্য মে মাসের বণ্টন সম্পূর্ণ করেছে

চারটে রাজ্য মে মাসের বণ্টন সম্পূর্ণ করেছে

মন্ত্রী বলেন, শুধুমাত্র চারটি রাজ্য অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, গোয়া এবং নাগাল্যান্ড এই প্রকল্পের অন্তর্গত সুবিধাভোগীদের মধ্যে মে মাসের বিনামূল্যে খাদ্যশষ্য বন্টন করে দিয়েছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, অসম, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্নাটক, মেঘালয়, ওড়িশা এবং রাজস্থান সহ ১২টিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তারা এই প্রকল্পের অন্তর্গত মে মাসের ৯০ শতাংশ খাদ্যশস্য বন্টন করে ফেলেছে।

তিনমাস পর্যন্ত বিনামূল্যে অতিরিক্ত খাদ্যশষ্য বন্টন হবে

তিনমাস পর্যন্ত বিনামূল্যে অতিরিক্ত খাদ্যশষ্য বন্টন হবে

কেন্দ্র সরকার প্রত্যেক মাসে অতিরিক্ত ৫ কেজি করে খাদ্যশষ্য ও ১ কেজি করে ডাল এই প্রকল্পের অন্তর্গত প্রত্যেক পরিবারকে এপ্রিল, মে ও জুন মাস পর্যন্ত বন্টন করবে বলে ঘোষণা করে। মন্ত্রকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে পিএমজিকেএওয়াইয়ের আওতায় বিনামূল্যে খাদ্যশষ্য বন্টন করা হয়েছে ৭৩.‌৪৭ কোটি বা ৯২ শতাংশ।

English summary
foodgrains have been distributed among more than 62 crore or 78 per cent beneficiaries under the Poor Welfare Food Scheme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X