For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি বিমানবন্দরের আকাশে উড়ন্ত বস্তু কি আসলে ভিনগ্রহণের যান, জল্পনা তুঙ্গে

দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি হানা নিয়ে আশঙ্কার রেশ কাটতে না কাটতেই এবার এক মহাজাগতিক বিষয় নিয়ে ধন্ধে পড়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি হানা নিয়ে আশঙ্কার রেশ কাটতে না কাটতেই এবার এক মহাজাগতিক বিষয় নিয়ে ধন্ধে পড়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এক সন্দেহজনক উড়ন্ত বস্তুকে বিমনবন্দরের আকাশের আশপাশে ঘুরতে দেখা গিয়েছে কিছুদিন আগে। সন্দেহ, ড্রোনের মতো দেখতে এই বস্তুটি আসলে ইউএফও!

বিমানবন্দরের আকাশে সন্ধ্যে ৭ টা নাগাদ এয়ার এশিয়া -র এক পাইলট ড্রোনের মতো একটি বস্তু দেখতে পান। যা এয়ারপোর্টে নামার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তিনি সতর্ক করেন এয়ারপোর্ট কর্তৃপক্ষকে। এই ঘটনার পর আবার আরেক বিমানের পাইলটও একই জিনিস দেখতে পান। তিনিও একইভাবে সতর্ক করেন বিমানবন্দর কর্তৃপক্ষকে। তবে ঘটনার বাস্তবিক কোনও কিনারা না করতে পারায়, মনে করা হচ্ছে ড্রোনের মতো দেখতে উড়ন্ত ওই যান আসলে ভিন গ্রহ থেকে আসা ইউএফও।

দিল্লি বিমানবন্দরের আকাশে উড়ন্ত বস্তু কি আসলে ভিনগ্রহণের যান, জল্পনা তুঙ্গে

এরকম এক সন্দেহজনক বস্তুকে আকাশপথে ঘুরতে দেখেই তড়িঘড়ি একঘণ্টার জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয় বলে খবর। এই একঘণ্টার মধ্যে বিমানবন্দরের নিরাপত্তা ভালো করে খতিয়ে দেখে কর্তৃপক্ষ। পর পর দুবার রানওয়ে ভালো করে নিরীক্ষাও করা হয়।কিন্তু মেলেনি কিছুই। তবে এই ঘটনা প্রথম নয় ২০১৬, ২০১৫ সালেও দিল্লি বিমানবন্দরে কিছু সন্দেহজনক বস্তুকে উড়তে দেখা যায়। সেঘটনারো কোনও কিনারা করা যায়নি।

English summary
Less than a week after the security agencies raised concerns about terror threat from airborne devices, the sighting of an unidentified flying object (UFO) near the Indira Gandhi International Airport (IGIA) on Sunday triggered panic among the personnel. Officials said all flight operations to and from the airport had to be suspended for about an hour, till the security agencies declared the situation safe.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X