For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উড়তা পাঞ্জাব বিতর্ক: ৮৯ কাটছাঁট কমিয়ে ১-এ আনল বম্বে হাইকোর্ট! ভর্ৎসনার মুখে বিড়ম্বনায় সিবিএফসি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৩ জুন : উড়তা পাঞ্জাব ছবির সেন্সরশিপ বিতর্ক নিয়ে আজ, সোমবার (১৩ জুন) চূড়ান্ত রায় জানাল বম্বে হাইকোর্ট। সিবিএফসি-র প্রস্তাবিত ৮৯টি কাটছাঁটের বদলে মাত্র ১ টি দৃশ্যই কাটার নির্দেশ দিল হাই কোর্ট। যে দৃশ্যে রক কনসার্টে টমি (শাহিদ কাপুর) দর্শকদের সামনে মুত্রত্যাগ করছেন দেখানো হচ্ছে, সেই দৃশ্যটি শুধুমাত্র কাটা যাচ্ছে ছবি থেকে।

আগামী ২ দিনের মধ্যে এই ছবি নিয়ে সিবিএফসি-কে নতুন সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট। সিবিএফসি-র তরফে আনা স্থগিতাদেশের আবেদনও খারিজ করেছে আদালত।[(ছবি) উড়তা পাঞ্জাব নিয়ে সেন্সর বোর্ডের নির্দেশ প্রসঙ্গে কী বলছিল বলিউড?]

উড়তা পাঞ্জাব বিতর্ক: ৮৯ কাটছাঁট কমিয়ে ১-এ আনল হাইকোর্ট! ভর্ৎসিত সিবিএফসি

সিবিএফসি-কর সার্টিফিকেট দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু সেন্সর করার অধিকার নেই বলে আদালতের তরফে জানানো হয়েছে। বিচারপতি সত্যরঞ্জন ধর্মাধিকারীর এবং বিচারপতি শালিনি ফনসেলকর যোশীর ডিভিশন বেঞ্চ চিত্রনাট্য পড়ার পর জানিয়েছেন, চিত্রনাট্যে পাঞ্জাব বা অন্য শহরের নামের উল্লেখ করা হলে তা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা ক্ষুণ্ণ হতে পারে এমনটা চিত্রনাট্যের কোথাও মনে হয়নি। [(ছবি) ৯৪ 'ঘা'-য়ে গুরুতর আহত 'উড়তা পাঞ্জাব': নিরর্থক নয় কি সিবিএফসি-র এই ৭ কাটছাঁট?]

এছাড়াও আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, চিত্রপরিচালকরা কোন শব্দ কোন দৃশ্য ছবিতে ব্যবহার করবে তা নিয়ে সিবিএফসির শাসন কখনও সমর্থনযোগ্য নয়। শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার নেই সিবিএফসি-র যতক্ষণ না শিল্পীর স্বাধীনতার অপব্যবহার হচ্ছে। ['সিনেমাটি দেখতে দিন', 'উড়তা পাঞ্জাব' মামলায় সেন্সর বোর্ডকে কোণঠাসা করে মন্তব্য বম্বে হাইকোর্টের]

ছবির নির্দেশকরা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী একটি দৃশ্য বাদ দেওয়ার ক্ষেত্রে সম্মতি জানিয়েছে। উড়তা পাঞ্জাব ছবিতে সিবিএফসি-র অযৌক্তির সেন্সরের অভিযোগ নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা। সেই মামলার শুনানির পর আজ রায় দিল আদালত।

English summary
Udta Punjab case: CBFC censored, 89 cuts brought down to one cut by High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X