For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিন্ডে সংকট মোকাবিলায় আজ জরুরি বৈঠক উদ্ধবের, মন্ত্রিসভার মিটিং ডাকলেন মুখ্যমন্ত্রী

শিন্ডে সংকট মোকাবিলায় আজ জরুরি বৈঠক উদ্ধবের, মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

রাজনৈতিক সংকট ক্রমণ জটিল হচ্ছে মহারাষ্ট্রে। পরিস্থিতি সামাল দিতে আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন উদ্ধব ঠাকরে। সেখানে পরবর্তী রণকৌশল নির্ধারণই মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।এদিকে একনাথ শিন্ডে সহ ৪০ জন বিদ্রোহী শিবসেনা বিধায়ক হাজির হয়েছেন অসমে। একনাথ শিন্ডে কিন্তু বারবার দাবি করে চলেছেন তিনি বালা সাহেবের শেখানো হিন্দুত্বের আদর্শেই চলবেন।

আজ মন্ত্রিসভার বৈঠক

আজ মন্ত্রিসভার বৈঠক

মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট ক্রমশ জটিল হতে শুরু করেছে। বিদ্রোহী বিধায়কদের নিয়ে শক্তি বাড়াতে শুরু করেছেন একনাথ শিন্ডে। সরকার ধরে রাখতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন উদ্ধব ঠাকরে। গতকাল সব শরিকদের সঙ্গে বৈঠক করেছেন উদ্ধব ঠাকরে। তাতে উপস্থিত ছিলেন শরদ পাওয়ারও। আজ ফের মন্তিসভার বৈঠকের ডাক দিয়েছেন তিনি। দুপুর একটা নাগাদ রাজ্য মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করবেন তিনি। এমনই জানা গিয়েছে।
বৈঠকে মূলত পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

অসমে একনাথ শিন্ডে

অসমে একনাথ শিন্ডে

রাতারাতি অবস্থান বদলে ফেলেছেন একনাথ শিন্ডে। গুজরাতের সুরাট থেকে ৪০ জন বিদ্রোহী বিধায়ককে নিয়ে তিনি হাজির হয়েছেন অসমের গুয়াহাটিতে। সেখান থেকে বালাসাহেবের আদর্শে চলার কথা বলেছেন তিনি। গত কাল থেকে আজ পর্যন্ত একনাথ শিন্ডে একবারও কিন্তু শিবসেনা ছাড়ার কথা বলেননি। উল্টে তিনি বারবারই বলেছেন বালা সাহেবের দেখানো আদর্শেই তিনি বিশ্বাসী। নিজেকে শিব সৈনিক বলে দাবি করেছেন একনাথ শিন্ডে। কাজেই একরকমের জটিল পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে

সরকার ফেলার মরিয়া প্রচেষ্টা বিজেপির

সরকার ফেলার মরিয়া প্রচেষ্টা বিজেপির

কর্নাটকের আদলেই মহারাষ্ট্রে শিবসেনা জোট সরকার ফেলার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। শিবসেনার পক্ষ থেকে যদিও বারবার দাবি করা হয়েছে যে পর্যাপ্ত সমর্থন রয়েছে তাঁজের। সেকারণেই হয়তো শক্তি প্রদর্শন করতে আজ মন্ত্রিসভার বৈঠক ডেেকছেন উদ্ধব ঠাকরে। এদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সঞ্জয় রাউতের কারণেই শিবসেনায় এই অসন্তোষ প্রকাশ করেছেন একনাথ শিন্ডে। সঞ্জয় রাউতের কারণেই ভাঙন বাড়ছে শিবসেনায়।

কোন পথে হাঁটবেন একনাথ

কোন পথে হাঁটবেন একনাথ

বিদ্রোহী হয়ে উঠলেও বিজেপিতে যোগদান নিয়ে কিছুই বলতে নারাজ একনাথ শিন্ডে। উল্টে তিনি বালা সাহেবর আদর্শের পথে চলার কথা বলেেছন। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার দাবি করেছেন একনাথ শিন্ড কখনোই মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেননি। কাজেই মুখ্যমন্ত্রী বদলের প্রশ্নই ওঠে না। কংগ্রেস এবং এনসিপির বিধায়কদর পূর্ণ সমর্থন রয়েছে জোট সরকারর উপরে কাজেই একা একনাথ শিন্ডের পক্ষ কতটা কার্যকর হবে পরিস্থিতি বদল করা সেটাই এখন দেখার।

.

English summary
Political crisis at Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X