For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহা বিকাশ আঘাদি জোট ভাঙনের ইঙ্গিত! সাভারকারকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে সহমত নন উদ্ধব ঠাকরে

মহা বিকাশ আঘাদি জোট ভাঙনের ইঙ্গিত! সাভারকারকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে সহমত নন উদ্ধব ঠাকরে

Google Oneindia Bengali News

এবার কি মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাদি জোটের ধাক্কা! রাহুল গান্ধীর ভিডি সাভরকারকে নিয়ে মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, তিনি যে শিবসেনাকে নেতৃত্ব দেন, তাঁর সাভারকরের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, রাহুল গান্ধীর সঙ্গে সহমত নন।

রাহুল গান্ধীর সঙ্গে সহমত নই

রাহুল গান্ধীর সঙ্গে সহমত নই

বৃহস্পতিবার এক বিবৃতিতে শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে বলেন, 'রাহুল গান্ধী সাভরকরকে নিয়ে যা বলেছেন, তার সঙ্গে আমরা একমত নই।' রাহুল গান্ধীর এই মন্তব্যকে কেন্দ্র করে শিবসেনার ঠাকরে শিবিরকে আক্রমণ করে বিজেপি। পাল্টা জবাব দিয়ে সেনা সভাপতি বলেন, 'তার আগে কাশ্মীরে বিজেপি পিডিপি-র সঙ্গে জোট করে ক্ষমতায় এসেছিল কেন, তার উত্তর দিতে হবে।' বাল ঠাকরের হিন্দুত্বকে অস্বীকার করে উদ্ধব ঠাকরে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট করেছে বলে অভিযোগ করা হয়। এর উত্তরে উদ্ধব ঠাকরে বলেন, 'জম্মু ও কাশ্মীরের পিডিপি কখনই ভারত মাতা কি জয় বলবে না। বিজেপি কিসের ভিত্তিতে তাদের সঙ্গে জোট করেছিল?'

গণতন্ত্রের স্বার্থে কংগ্রেসের সঙ্গে জোট

গণতন্ত্রের স্বার্থে কংগ্রেসের সঙ্গে জোট

বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে বলেন, 'আমরা ব্রিটিশদের কাছ থেকে যে স্বাধীনতা পেয়েছি, তা বজার রাখতে কংগ্রেসের সঙ্গে জোট করেছি।' ২০১৯ সালে মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি মহাকাশ আঘাদি জোট গঠন করে সরকারে আসে। শিবসেনা সেই সময় বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। তারপরেই বিজেপি শিবসেনা ও উদ্ধব ঠাকরের প্রবল সমালোচনা করে। চলতি বছরের মাঝামাঝি সময়ে একনাথ শিন্ডের নেতৃত্বে একদল শিবসেনা বিধায়ক বিদ্রোহী হয়ে ওঠেন। বিজেপির সঙ্গে জোট বাঁধে। উদ্ধব ঠাকরের সরকার সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে ফেলে। মহা বিকাশ আঘাদি জোট সরকারের পতন হয়।

সাভারকারকে নিয়ে কী বলেছিলেন রাহুল গান্ধী

সাভারকারকে নিয়ে কী বলেছিলেন রাহুল গান্ধী

মহারাষ্টের আকোলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনে তৎকালীন ব্রিটিশ সরকারকে পাঠানো সাভারকরের একটি চিঠির অনুলিপি প্রকাশ্যে আনেন। সেখানে সাভরকর ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন বলে অভিযোগ। রাহুল গান্ধী চিঠির অনুলিপি পড়তে পড়তে বলেন, 'সাভারকরজি এখানে লিখেছেন, আমি আপনাদের বাধ্য হয়ে থাকব। আমাকে ছেড়ে দিন। রাহুল গান্ধী বলেন, চিঠির নীচে সাভরকারের স্বাক্ষর রয়েছে। এর অর্থ হল, তৎকালীন ব্রিটিশ সরকারকে সাভরকার ভয় পেয়েছিলেন।'

বিরসা মুন্ডার আদর্শে চলে কংগ্রেস

বিরসা মুন্ডার আদর্শে চলে কংগ্রেস

রাহুল গান্ধী বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'জহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, বছরের পর বছর জেলে কাটিয়েছেন। তবে তাঁরা কখনই এই ধরনের চিটিতে সাক্ষর করেননি। এই দুটি মতাদর্শ আপনাদের কাছে রইল। আমরা কখনই স্বৈরাচারী শাসক। আমাদের দল সব সময় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে প্রস্তুত। রাহুল গান্ধী বিরসা মুন্ডা জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ওয়াশিমে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, 'ব্রিটিশরা তাঁকে জমি দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু তারপরেও বিড়সা মুন্ডা ব্রিটিশদের কাছে মাথা নত করেননি। বরং মৃত্যু বরণ করেছিলেন। কংগ্রেস বিড়ষা মুণ্ডার আদর্শে চলে। আরএসএস ও বিজেপি সারভারের আদর্শে চলে, যিনি ভয়ে ইংরেজের কাছে আত্মসমর্পণ করেছিলেন।'

'হলদিয়া বন্দরে টাকা তোলার ব্যবসা করে ভাইপো', ফের অভিষেককে নিশানা শুভেন্দুর'হলদিয়া বন্দরে টাকা তোলার ব্যবসা করে ভাইপো', ফের অভিষেককে নিশানা শুভেন্দুর

English summary
Rahul Gandhi did not support Rahul Gandhi on Savarkar remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X