For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯০ ঘণ্টা অতিক্রান্ত, ১৫০ ফুট গভীর কূপে এখনও আটকে ২ বছরের শিশু

বাবা মায়ের একমাত্র সন্তান ফতেবীর। বয়স মাত্র ২ বছর। পাঞ্জাবের ভগবানপুরা গ্রামের বাসিন্দা। রবিবার বিকেলে মাঠে খেলতে খেলতে পা ফস্কে অব্যবহৃত একটি কূপের মধ্যে পড়ে যায় সে। কূপের মুখটি কাপড় দিয়ে ঢাকা ছিল।

Google Oneindia Bengali News

বাবা মায়ের একমাত্র সন্তান ফতেবীর। বয়স মাত্র ২ বছর। পাঞ্জাবের ভগবানপুরা গ্রামের বাসিন্দা। রবিবার বিকেলে মাঠে খেলতে খেলতে পা ফস্কে অব্যবহৃত একটি কূপের মধ্যে পড়ে যায় সে। কূপের মুখটি কাপড় দিয়ে ঢাকা ছিল। তাই বুঝতে পারেনি শিশুটি। মায়ের চোখের সামনেই পড়ে যায় শিশুটি। অনেক চেষ্টা করেও মা তাঁর শিশু পুত্রকে সেখান থেকে টেনে বের করতে পারেনি।

এসেছে উদ্ধারকারী দল

এসেছে উদ্ধারকারী দল

গ্রামবাসীরাও চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। শেখে ডেকে পাঠানো হয় উদ্ধারকারী দলকে। এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি শিশুটিকে। শুধুমাত্র পাইপে করে অক্সিজেন পাঠানো সম্ভব হয়েছে। খাবার পাঠানো যাচ্ছে না।

রয়েছে অন্য় উদ্ধারকারী দলও

রয়েছে অন্য় উদ্ধারকারী দলও

এনডিআরএফ, স্থানীয় পুলিস এমনকী কিছু স্বেচ্ছাসেবী দলের প্রতিনিধিরাও উদ্ধার কাজে হাত লাগিয়েছে। শিশুটির কাছে পৌঁছনোর জন্য পাশে একটি নলকূপ খোঁড়ার কাজ চলছে। গ্রামবাসীরা ভিড় করে থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিনিধিরা।

রয়েছে পুলিশও

রয়েছে পুলিশও

পরিস্থিতি মোকাবিলায় বাড়তি পুলিস মোতায়েন করা হয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে আসতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা। তবে শিশুটি এখনও বেঁচে আছে কিনা তা এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না।

English summary
Two year old child stuck in 150 feet borewell in Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X