For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীর রাজ্যে গ্রেফতার দুই সন্দেহভাজন জইশ জঙ্গি, সতর্কতা উত্তরপ্রদেশে

পুলওয়ামা হামলার এক সপ্তাহের মধ্যে দেশের অন্য রাজ্য থেকে এবার পুলিশের জালে ধরা পড়ল দুই সন্দেহভাজন জইশ ই মহম্মদ জঙ্গি।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা হামলার এক সপ্তাহের মধ্যে দেশের অন্য রাজ্য থেকে এবার পুলিশের জালে ধরা পড়ল দুই সন্দেহভাজন জইশ ই মহম্মদ জঙ্গি। পুলিশ জানিয়েছে, দুজনেই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।

উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ল দুই সন্দেহভাজন জইশ জঙ্গি

জানা গিয়েছে, শাহনওয়াজ আহমেদ কাশ্মীরের কুলগামের বাসিন্দা যে জইশের হয়ে জঙ্গি নিয়োগের দায়িত্বে ছিল। আর একজনের নাম আকিব আহমেদ মালিক। সে পুলওয়ামার বাসিন্দা বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ওপি সিং বলেন, দুজনকেই সন্ত্রাস দমন শাখা পশ্চিম উত্তরপ্রদেশের দেওবন্দ থেকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের কাছ থেকে হ্যান্ডগান ও বুলেট উদ্ধার হয়েছে।

এই দুই সন্দেহভাজন পুলওয়ামা হামলার আগে না পরে উত্তরপ্রদেশে এসেছিল তা জেরা করে বের করার চেষ্টা করছে পুলিশ। এর বেশি এখনই কিছু বলতে চাইছে না উত্তরপ্রদেশ পুলিশ।

[আরও পড়ুন:পুলওয়ামা হামলা নিয়ে ভারতের সুরে সুর মেলাতে বাধ্য হল চিন! রাষ্ট্রসংঘের চরম পদক্ষেপ ][আরও পড়ুন:পুলওয়ামা হামলা নিয়ে ভারতের সুরে সুর মেলাতে বাধ্য হল চিন! রাষ্ট্রসংঘের চরম পদক্ষেপ ]

কাশ্মীরের ঘটনার পর সারা দেশে তৎপরতা দেখা গিয়েছে। সেনা কনভয়ে হামলায় ৪৯ জন সেনা শহিদ হয়েছেন। তারপরে বিশেষ করে কাশ্মীরে জঙ্গি দমনে সেনা কড়া তৎপরতা দেখিয়েছে। জইশ ই মহম্মদ জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে।

[আরও পড়ুন:নরেন্দ্র মোদী পেলেন সিওল শান্তি পুরস্কার, ডাক দিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ][আরও পড়ুন:নরেন্দ্র মোদী পেলেন সিওল শান্তি পুরস্কার, ডাক দিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ]

English summary
Two suspected JeM terrorists from Kashmir arrested in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X