For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন সরকারে বড় ভূমিকায় থাকবে ২ শরিক দল! জানিয়ে দিল আগেভাগেই

বর্তমানে এনডিএ-তে থাকা দুই শরিক স্পষ্ট জানিয়েছে, পরবর্তী সরকারে তাদের বড় ভূমিকা থাকবে। অংশগ্রহণও থাকবে যথেষ্টই।

  • |
Google Oneindia Bengali News

অমিত শাহের দেওয়া পাঁচতারা ভোজে উপস্থিত ৩৭ শরিক দলের নেতা। আর দুই শরিক চিঠি পাঠিয়ে আগাম শুভেচ্ছা জানিয়েছে। যদিও বর্তমানে এনডিএ-তে থাকা দুই শরিক স্পষ্ট জানিয়েছে, পরবর্তী সরকারে তাদের বড় ভূমিকা থাকবে। অংশগ্রহণও থাকবে যথেষ্টই। এই দুই শরিক হল জনতা দল ইউনাইটেড এবং এআইএডিএমকে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিশ্বাস করেন, এনডিএ জোটই পরবর্তী সরকার কেন্দ্রে গঠন করবে। জনতা দল ইউনাইটেড-এর প্রধান যিনি ২০১৭ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে এসেছেন, আভাস দিয়েছেন, তাঁর দল পরবর্তী সরকারে অংশ নেবে।

নীতীশ কুমার নরেন্দ্র মোদীর সরকার থেকে দূরে থেকে পূর্ববর্তী মহাজোটের অংশ হিসেবে লালু যাদবের রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল। যদিও তিনি পরবর্তী সময়ে বিজেপির জোটেই ফেরত আসেন।

স্পেশাল প্যাকেজ

স্পেশাল প্যাকেজ

নয়া দিল্লিতে পাঁচতারা ডিনারে যাওয়ার আগে নীতীশ কুমার স্পেশাল প্যাকেজের প্রসঙ্গ তুলেছিলেন। এই দাবি তিনি আগে তুললেও তা ঠাণ্ডা ধরে চলে গিয়েছিল। নীতীশ কুমার বলেছেন, এক্সিট পোলের ফল যাই হোক না কেন, ফের মোদী সরকার গঠনের ব্যাপারে তারা আশাবাদী বলেই জানিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন, সরকারের অংশীদার হবে তাঁর দল।

নতুন সরকারে যাবে এআইএডিএমকে-ও

নতুন সরকারে যাবে এআইএডিএমকে-ও

শুধু নীতীশ কুমারই নন, নতুন সরকারে যোগ দিতে চায় এআইএডিএমকে-ও। যদিও তারা এক্সিট পোলের ফলকে একেবারে বাতিল করে দিয়েছে। কেননা এক্সিট পোলের ফল তামিলনাড়ুতে ডিএমকে-র পক্ষেই কথা বলছে। তবে ভোট গণনার পরেই তারা এনডিএ সরকারের যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলের অন্যতম নেতা ও পনিরসিলভাম।

২০১৪-তে বিহারের ফল

২০১৪-তে বিহারের ফল

২০১৪-র লোকসভা নির্বাচনে জনতা দল ইউনাইটেড একা প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিহার থেকে। মাত্র দুটি আসন দখল করেছিল তারা। অন্যদিকে, ৪০ টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছিল ২২ টি আসন।

English summary
Two NDA allies hinted about their bigger role in Next Goverment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X