For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের আক্রান্ত দুই মণিপুরী যুবক, উত্তর-পূর্ব ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Google Oneindia Bengali News

উত্তর-পূর্ব ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
নয়াদিল্ল, ১১ ফেব্রুয়ারি : উত্তর-পূর্ব ভারত থেকে আসা ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে। ফের দক্ষিণ দিল্লিতে আক্রান্ত হলেন মণিপুরের যুবক। রবিবার রাতে একদল যুবক তাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। কেন ওই দুই ছাত্রকে মারঝধর করা হয়, তার কারণও জানা যায়নি।

আপ ক্ষমতায় আসার পর এই ধরণের ঘটনা বেড়েছে : মণিপুরের উপ-মুখ্যমন্ত্রী গাইখংবাম

রবিবার রাত ৯ টা নাগাদ বাজার থেকে মুরগীর মাংস কিনতে গিয়েছিল গিনখানসুয়ান নওলক ও ভুনসুয়াংমুং নওলক। রাস্তায় একদল যুবক তাদের উপর চড়াও হয়। বেধড়ক মারধর করে তাঁদের। ভুনসুয়াংমুংকে প্রাথমির চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গিনখানসুয়ানয়ের অবস্থা আশঙ্কাজন। তাঁর বাঁ কানে গুরুতর চোট লেগেছে। তাঁকে এআইআইএমএস-এ ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ৩২৩ ও ৩৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

দিল্লিতে বারবার উত্তরপূর্ব ভারতের ছেলেমেয়েদের উপর এমন নির্যাতনের ঘটনায় প্রশ্ন উঠছে দিল্লি সরকারের বিরুদ্ধে। মণিপুরের উপ-মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি গাইখংবামের অভিযোগ, দিল্লিতে আপ সরকার ক্ষমতায় আসার পরই এই সমস্যা বেড়েছে। বারবার উত্তর পূর্ভ ভারতীয়দের উপর আক্রমণ চালানো হচ্ছে। উত্তর-পূর্বের বাসিন্দাদের উপরে হামলার প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দের সঙ্গে দেখা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইবোবি।

English summary
Two Manipuri boys attacked in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X