For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জমির জন্য আধিকারিকের পায়ে পড়লেন তেলাঙ্গানার বৃদ্ধ কৃষক, ভাইরাল হল ভিডিও

ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের পায়ে পড়ে জমি ভিক্ষে করছেন বৃদ্ধ কৃষক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তেলঙ্গানার রঙ্গারেড্ডি জেলার ঘটনা।

Google Oneindia Bengali News

ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের পায়ে পড়ে জমি ভিক্ষে করছেন এক বৃদ্ধ কৃষক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তেলঙ্গানার রঙ্গারেড্ডি জেলার ঘটনা।

পাট্টা দেওয়া জমি ফিরিয়ে নেওয়ার অভিযোগ

পাট্টা দেওয়া জমি ফিরিয়ে নেওয়ার অভিযোগ

জমি পরিদর্শন করে ভূমি রাজস্ব দফতরের আধিকারিক জানিয়েছিলেন, কোনওভাবেই এই জমি তাঁদের নয়। সেটা রিজভি নামে একজনকে দেওয়া হয়েছে। প্রায় ২ একর জমি ছিল সেটি। সতীশ এবং তাঁর দাদা লিঙ্গায়া সহ জনা কয়েক কৃষক তাঁর বিরোধিতা করে বলেন, তাঁদের কাছে পাট্টার পাসপোর্ট রয়েছে। তাহলে কেন তাঁদের জমি ফিরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু কোনও কথাও শুনতে চাননি আধিকারিক।

পাল্টা কৃষকদের নামে মামলা করার হুমকি

পাল্টা কৃষকদের নামে মামলা করার হুমকি

হত দরিদ্র কৃষক পরিবারে জমিই সম্বল হাতে পায়ে ধরে সেটা বোঝানোর েচষ্টা করেছিলেন তেলঙ্গালান এই কৃষকরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ভিডিওয় দেখা গিয়েছে রীতিমতে বিরুক্ত হয়েই হাত-পা ছাড়িয়ে নিয়ে এগিেয় যাচ্ছেন আধিকারিক। উল্টে কৃষকদের তিনি হুমকি দিয়েছেন, বেশি জোরাজুরি করলে তাঁদের নামে মামলা করে দেবেন।

কৃষকদের অভিযোগ

কৃষকদের অভিযোগ

তেলঙ্গানার কৃষকরা অভিযোগ করেছেন, অনলাইনে পাট্টাবিলির প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আধিকারিকরা নানা কারণে কৃষকদের হেনস্থা করা শুরু করেছেন। নানা আইনি জটিলতা দেখিয়ে তাঁদের জমি আটকে রাখা হচ্ছে বলে দাবি করেছেন এলাকার একাধিক কৃষক। ছোট্ট একটা ভুল সংশোধনের জন্য মোটা টাকা ঘুষ দিতে বাধ্য করা করা হচ্ছে বলে দাবি করেছেন কৃষকরা।

জমি বণ্টনে স্বচ্ছতা আনার জন্য যেখানে উদ্যোগ নেওয়া হয়েছিল সেখানেই দেখা যাচ্ছে গলদ তৈরি হচ্ছে। এই নিযে ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যের কৃষক মহলে।

<strong>[আরও পড়ুন: মুম্বইয়ে গণেশ চতুর্থীর আড়ম্বরে মাতোয়ারা শিল্পা থেকে বিবেকরা! শুরু উৎসবের আমেজ ]</strong>[আরও পড়ুন: মুম্বইয়ে গণেশ চতুর্থীর আড়ম্বরে মাতোয়ারা শিল্পা থেকে বিবেকরা! শুরু উৎসবের আমেজ ]

<strong>[আরও পড়ুন:ভারত পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনবে! বার্তা দিলেন রাজ্যপাল]</strong>[আরও পড়ুন:ভারত পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনবে! বার্তা দিলেন রাজ্যপাল]

English summary
Two elderly farmers fall at the feet of a revenue officer in Telangana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X