For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ জুড়ে CAA-NRC কীভাবে রোখা যাবে! নয়া পথ বলে দিলেন মমতার পরামর্শদাতা প্রশান্ত কিশোর

ভারতীয় রাজনীতি তাঁকে 'চাণক্য' হিসাবে চেনে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নীতীশ কুমার সহ দেশের একাধিক তারকা রাজনীতিবিদের ভোট বৈতরণী তিনি পার করেছেন।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় রাজনীতি তাঁকে 'চাণক্য' হিসাবে চেনে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নীতীশ কুমার সহ দেশের একাধিক তারকা রাজনীতিবিদের ভোট বৈতরণী তিনি পার করেছেন। বিহারের জেডিইউ সহ সভাপতি প্রশান্ত কিশোর এবার পথ বাতলে দিলেন যে কিভাবে এনআরসি ও সিএএ রোখা যায়।

দুটি পথের সন্ধান প্রশান্ত কিশোরের

দুটি পথের সন্ধান প্রশান্ত কিশোরের

প্রশান্ত কিশোর এদিন এক টুইটে জানান, সিএএ, এনআরসি রুখতে হলে সর্বপ্রথম প্রয়োজন শান্তিপূর্ণ মিছিল। সমস্ত ধরনের মঞ্চ থেকে এর বিরোধিতা হোক। কিন্তু গোটাটাই যেন শান্তিপূর্ণভাবে সম্ভব হয়, তার জন্য সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরামর্শদাতা পিকে।

 দ্বিতীয় পথটি কী?

দ্বিতীয় পথটি কী?

প্রশান্ত কিশোর জানান, এনআরসি যদি দেশ জুড়ে রুখতেই হয় তাহলে ১৬ জন অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের নামতে হবে সোচ্চার এনআরসি বিরোধিতায়। প্রসঙ্গত, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে একের পর এক মিছিল করে এই আইনের প্রতিবাদ করতে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত সপ্তাহেই বাংলার মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে প্রতিবাদে পথে নামতে।

 কিশোরের প্রতিবাদ ও নীতীশের ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া

কিশোরের প্রতিবাদ ও নীতীশের ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া

প্রসঙ্গত, প্রশান্ত কিশোর এনআরসি নিয়ে প্রথম থেকেই প্রতিবাদে সরব হয়েছেন। বারবার তিনি এই ইস্যুতে কেন্দ্রের বিরোধিতা করেছেন। নীতিশ কুমারের পার্টি জেডিইউ কেন এমন আইনের সমর্থন করেছে সংসদে তা নিয়েও প্রশ্ন তুলেছেন। শেষে নীতীশের পার্টি থেকে ইস্তফা দিতে চান প্রশান্ত। এরপরই নীতীশ তা গ্রহণ না করে জানিয়ে দেন যে বিহারে কোনও মতেই হতে দেওয়া হবেনা এনআরসি।

সিএএ-এনআরসি-কে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও আশঙ্কা প্রকাশ বাংলাদেশের বিদেশমন্ত্রীরসিএএ-এনআরসি-কে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও আশঙ্কা প্রকাশ বাংলাদেশের বিদেশমন্ত্রীর

মমতার জন্যই বাংলায় ১৮ আসন জিতেছে বিজেপি! রাজধর্ম প্রসঙ্গে সাফ কথা অধীরেরমমতার জন্যই বাংলায় ১৮ আসন জিতেছে বিজেপি! রাজধর্ম প্রসঙ্গে সাফ কথা অধীরের

English summary
Two effective ways to stop NRC-CAA , Prashant Kishor reveals the secret
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X