For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হায়দরাবাদ জোড়া বিস্ফোরণে ২ দোষী জঙ্গিকে চরম সাজা,কী জানাল আদালত

হায়দরাবাদে ২০০৭ সালে জোড়া বিস্ফোরণের ঘটনায় দুই অভিযুক্ত অনিক সইদ ও ইসমাইল চৌধুরিকে ফাঁসির সাজা শোনাল এনআইএ-র বিশেষ আদলত।

  • |
Google Oneindia Bengali News

হায়দরাবাদে ২০০৭ সালে জোড়া বিস্ফোরণের ঘটনায় দুই অভিযুক্ত অনিক সইদ ও ইসমাইল চৌধুরিকে ফাঁসির সাজা শোনাল এনআইএ-র বিশেষ আদলত। আরও এক অভিযুক্ত তারিক অঞ্জুমকে এদিন দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত ।

হায়দরাবাদ জোড়া বিস্ফোরণে ২ অভিযুক্তকে চরম সাজা,কী জানাল আদালত

উল্লেখ্য, ২০০৭ সালের সেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মারা যান ৪৪ জন। আহত হন ৬৮ জন। এই নাশকতার ঘটনার তারপর থেকেই জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করে এনআইএ। এরপর ধরা পডে় একের পর এক অভিযুক্ত। ১১ বছরের পুরনো এই মামলায় অনিক সইদ ও ইসমাইল চৌধুরিকে গত ৪ সেপ্টেম্বর দোষী সাব্য়স্ত করা হয়।

দুই মূল অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অস্ত্র সংক্রান্ত ও বেআইনি কাজ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালের সেই ঘটনায় হায়দরাবাদের সবচেয়ে জনবহুল এলাকা গোকুল চাট সেন্টার ও লুম্বিমি পার্কের কাছে বিস্ফোরণে বহু মানুষ মারা যান। এরও একটি বোমা পরে উদ্ধার হয় দিলসুখনগরের কাছ থেকে। এজিন সেই বিস্ফোরণের ঘটনার সাজা শোনাল আদালত।

English summary
Two accused Aneeq Sayeed and Ismail Chaudhary awarded death sentence in Hyderabad twin blasts case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X