For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ জুড়ে শুরু ট্রাক ধর্মঘট! নিত্য প্রয়োজনীয় জিনিসে প্রভাব পড়ার আশঙ্কা

সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটে সামিল হয়েছেন ট্রাক মালিকদের বিভিন্ন সংগঠন। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি, বিমার প্রিমিয়ামের বৃদ্ধি, টোল চার্জে বৃদ্ধির অভিযোগ করেছেন মালিকরা।

  • |
Google Oneindia Bengali News

সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটে সামিল হয়েছেন ট্রাক মালিকদের বিভিন্ন সংগঠন। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি, বিমার প্রিমিয়ামের বৃদ্ধি, টোল চার্জে বৃদ্ধির অভিযোগ করেছে ট্রাক মালিকদের বিভিন্ন সংগঠন। একই সঙ্গে পুলিশি জুলুমেরও অভিযোগ করেছে তারা।

দেশ জুড়ে শুরু ট্রাক ধর্মঘট! নিত্য প্রয়োজনীয় জিনিসে প্রভাব পড়ার আশঙ্কা

এছাড়াও রয়েছে আরও বেশি কিছু দাবি। দাবি না মেটা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়া হবে বলে হুমকিতে বলেছে ট্রাক মালিকদের সংগঠনগুলি।

অত্যাবশ্যকীয় পণ্য বাদ দিয়ে সব ধরনের পণ্য পরিবহণে এই ধর্মঘটে সামিল হয়েছেন ট্রাক মালিকরা। এই ধর্মঘটের ফলে সোমবার বাজারে কোনও প্রভাব না পড়লেও, মঙ্গলবার থেকে বাজারে তার প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অল ইন্ডিয়া কনফেডারেশন অফ গুডস ভেহিকল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চেনা রেড্ডি বলেছেন, তাঁদের বিভিন্ন দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে একাধিকবার দাবি জানানো হয়েছে। তাতে কোনও সাড়া না মেলায় ধর্মঘটে সামিল হয়েছেন তাঁরা।

সোমবার ভোর ৫ টা থেকে শুরু হওয়া ধর্মঘটে সামিল হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় ৪ লক্ষ ট্রাক।

English summary
Truckers go on indefinite strike from 18th June 2018 morning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X