For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয়াবহ সড়ক দুর্ঘটনা আগ্রায়, ট্রাক-স্করপিওর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৮ যাত্রী, সঙ্কটজনক ৪

ট্রাক-স্করপিওর মুখোমুখি সংঘর্ষ আগ্রায়, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ যাত্রী

  • |
Google Oneindia Bengali News

হাজারও সচেতনতা, সরকারি প্রচরাভিযানের পরেও কিছুতেই রাশ টানা যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। এবার ট্রাক-স্করপিওর মুখোমুখি সংঘর্ষে উত্তরপ্রদেশের আগ্রায় প্রাণ হারালেন ৮ যাত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৪ জন। সমস্ত নিহত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি বলেও খবর। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আগ্রার এতমাউদ্দৌলা এলাকায়। এই ঘটনার পরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ভয়াবহ সড়ক দুর্ঘটনা আগ্রায়, ট্রাক-স্করপিওর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৮ যাত্রী, সঙ্কটজনক ৪

এদিকে স্থানীয় পুলিশ সূত্রে খবর, ট্রাকটি আদপে নাগাল্যান্ড থেকে আসছিল এবং স্করপিও গাড়িটি ঝাড়খণ্ডের। বৃহস্পতিবার সকালে এতমাউদ্দৌলার কাছে আচমকাই স্করপিও গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনার ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে মূহূর্তের মধ্যে ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এমনকী রীতমতো ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটিও। মূলত স্করপিও গাড়ির চালকের গাফিলতিতেই এই ভয়াবহ দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।

এদিকে দুর্ঘটনার কথা চাউর হতেই গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধারে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। এমনকী দুমড়ে মুচড়ে যাওয়া নম্বর প্লেট দেখেই সনাক্ত করা যায় স্কারপিওটি আদপে ঝাড়খণ্ডের। তবে কি উদ্দেশ্যে তা আগ্রায় এসেছিল তা এখনও জানা যায়নি বলেই জানাচ্ছেন আগ্রার পুলিশ সুপার বোত্রে রোহন প্রমোদ। এদিকে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে আগ্রা পুলিশ।

মুখ্যমন্ত্রী আক্রান্ত, ফুঁসছেন কর্মী-সমর্থকরা, শান্তি বজায় রাখুন, দলীয় কর্মীদের টুইট বার্তায় অনুরোধ তৃণমূলের মুখ্যমন্ত্রী আক্রান্ত, ফুঁসছেন কর্মী-সমর্থকরা, শান্তি বজায় রাখুন, দলীয় কর্মীদের টুইট বার্তায় অনুরোধ তৃণমূলের

English summary
truck scorpio head on collision in agra 8 killed 4 injured in tribble accident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X