For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলাঙ্গানায় মুখ্যমন্ত্রী পদে শপথ কেসিআর-এর, শুরু নতুন পথ চলা

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও।

  • |
Google Oneindia Bengali News

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও। এদিন দুপুর ১টা ৩৪ মিনিটে শুভ সময় দেখে তিনি শপথ নিয়েছেন। এই নিয়ে দ্বিতীয়বার তিনি মুখ্যমন্ত্রী হলেন। দল জেতার পরে বুধবার টিআরএস-এর সভায় সর্বসম্মতিক্রমে কেসিআর-কে নেতা হিসাবে বেছে নেওয়া হয়। তারপর এদিন তিনি শপথ নিলেন।

তেলাঙ্গানায় মুখ্যমন্ত্রী পদে শপথ কেসিআর-এর, শুরু নতুন পথ চলা

এদিন রাজ্যপাল ইএসএল নরসীমার উপস্থিতিতে রাজভবনে কেসিআর শপথ নেন। বাকী মন্ত্রীরা একে একে পরে শপথ নেবেন।

[আরও পড়ুন: গ্রাম নয়, বিজেপির হারে শেষ পেরেক পুঁতেছে শহরের ভোটাররা, উঠে এল নয়া তথ্য][আরও পড়ুন: গ্রাম নয়, বিজেপির হারে শেষ পেরেক পুঁতেছে শহরের ভোটাররা, উঠে এল নয়া তথ্য]

তেলাঙ্গানায় কংগ্রেস-টিডিপির মহাজোট ও অন্যদিকে বিজেপিকে সামলে টিআরএস ব্যাপক ব্যবধানে জিতেছে। ১১৯টি আসনের মধ্যে ৮৮টিতে টিআরএস জিতেছে। কংগ্রেস জোট জিতেছে ১৯টি আসনে। বিজেপি পেয়েছে ১টি আসন।

[আরও পড়ুন: সচিন-সিন্ধিয়াকে মুখ্যমন্ত্রী করছে না দল! কংগ্রেস কর্মীদের মধ্যে বিক্ষোভ শুরু ][আরও পড়ুন: সচিন-সিন্ধিয়াকে মুখ্যমন্ত্রী করছে না দল! কংগ্রেস কর্মীদের মধ্যে বিক্ষোভ শুরু ]

ভোট শতাংশের বিচারেও টিআরএস সকলকে ছাপিয়ে গিয়েছে। পেয়েছে ৪৬.৯ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ২৮.৪ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছে ৭ শতাংশ ভোট। এছাড়া এরাজ্যে ফরওয়ার্ড ব্লক ১টি আসন জিতেছে।

[আরও পড়ুন:দিল্লিতে হাই প্রোফাইল বৈঠক! তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণার পথে কংগ্রেস ][আরও পড়ুন:দিল্লিতে হাই প্রোফাইল বৈঠক! তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণার পথে কংগ্রেস ]

English summary
TRS chief K Chandrashekar Rao is sworn-in as Telangana Chief Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X