For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tripura election 2023: টিকিট না পেয়ে ক্ষোভ বিজেপি-কংগ্রেসে! ত্রিপুরায় প্রথম প্রার্থী তালিকা প্রকাশ TMC-র

ত্রিপুরায় বাম-কংগ্রেস-বিজেপির পরে এবার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত সোমবার ত্রিপুরায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।

  • |
Google Oneindia Bengali News

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনের আগের দিন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে ত্রিপুরা তৃণমূলের সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বলেছেন বিজেপিকে পরাস্ত করতে তারা সবরকমের চেষ্টা চালাবেন।

অন্যদিকে টিকিট না পেয়ে ক্ষমতাসীন বিজেপি এবং বাম-সঙ্গী কংগ্রেসে ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

২২ জনের প্রথম তালিকা তৃণমূলের

২২ জনের প্রথম তালিকা তৃণমূলের

রবিবার তৃণমূল ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৬০ আসনের মদ্যে যে ২২ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে রয়েছেন ২ জন মহিলা। উপজাতি প্রার্থী ৬ জন এবং তফশিলি সংরক্ষিত আসনে প্রার্থী দুজন। দলের ত্রিপুরার ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব জানিয়েছেন, মনোনয়নপত্র জমার শেষ দিন অর্থাৎ সোমবারে বাকি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
তাঁরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় প্রচারে আসছেন ৬ ও ৭ ফেব্রুয়ারি। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্য নেতা এবং চলচ্চিত্র জগতের কলাকুশলীরাও প্রচারে অংশ নেবেন।

চিটফান্ডের অর্থ ফেরত দেবে

চিটফান্ডের অর্থ ফেরত দেবে

দলের রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বলেছেন, তৃণমূল যদি ত্রিপুরায় ক্ষমতায় আসে, তাহলে চিটফান্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ১৪ লক্ষ মানুষকে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করবে। তিনি বলেছেন, ২০১৮ সালে ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল প্রতারিত আমানতকারীদের সাহায্য করবে, যদিও তারা কিছুই করেনি।

 বিজেপিতে ক্ষোভ

বিজেপিতে ক্ষোভ

এদিকে টিকিট না পেয়ে ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে শাসক বিজেপিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কমলাসাগর থেকে শ্যামল ভক্ত চৌধুরী এবং যুবরাজনগর থেকে নীহারেন্দু দেবনাথ বিজেপি ত্যাগ করেছেন। তাঁরা নির্দল হিসেবে লড়াই করতে পারেন। দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে নিশানা করে শ্যামল ভক্ত চৌধুরী বলেছেন, তাঁকে টিকিট দেওয়ার আশ্বাস দেওয়ার পরেও কমলাসাগর থেকে অন্তরা দেব সরকারকে প্রার্থী করা হয়েছে। যা নিয়ে এলাকার নিচুতলার কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। অন্যদিকে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে আসনটি আইপিএফটিকে দেওয়ার প্রতিবাদ করেছেন স্থানীয় বিজেপি কর্মীরা। সেখানে নির্দলীয় হিসেবে বিমানজয় রিয়াংকে দাঁড় করানো হতে পারে বলে জানা গিয়েছে।
শুধু এই আসনগুলিই নয়, উত্তর ত্রিপুরার বাগবাসা, কুর্তি, কদমতলা, চন্ডীপুর, দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি, বিলোনিয়া থেকে বিক্ষোভ, ভাঙচুর এবং দলীয় অফিসে তালা লাগানোর খবর এসেছে।

এদিন মনোনয়ন পেশের আগে আগরতলার মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে।

 প্রার্থী নিয়ে দ্বন্দ্ব কংগ্রেসেরও

প্রার্থী নিয়ে দ্বন্দ্ব কংগ্রেসেরও

শুধু শাসক বিজেপিতেই নয়, বাম-সঙ্গী কংগ্রেসের অভ্যন্তরেও প্রার্থী নিয়ে দ্বন্দ্ব রয়েছে। বক্সানগর, কমলপুর এবং ধর্মনগর কেন্দ্রে প্রার্থী নিয়ে বিক্ষোভের মুখে কংগ্রেস। প্রার্থী বদল করা না হলে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের একাংশ। দক্ষিণ ত্রিপুরা এবং সিপাহিজলাতেও প্রার্থী নিয়ে বিক্ষোভের সম্মুখীন কংগ্রেস। যদিও কংগ্রেসের তরপে জানানো হয়েছে, দক্ষিণ ত্রিপুরায় কংগ্রেসের কোনও নেতাকে টিকিট দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে নির্বাচনে বাম প্রার্থীর দিকে কংগ্রেসের ভোট স্থানান্তর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট মিথ্যা ছাড়া আর কিছুই নয়! পাল্টা সরব আদানি গোষ্ঠীহিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট মিথ্যা ছাড়া আর কিছুই নয়! পাল্টা সরব আদানি গোষ্ঠী

English summary
Tripura Trinamool Congress releases its first candidare list and anger increases in BJP and Cong on not getting tickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X