For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরম থেকে রেহাই পেতে স্কুল, রেল স্টেশনে চালু হচ্ছে 'ওয়াটার এটিএম'

স্কুল ও রেল স্টেশনে ওয়াটার এটিএম চালু করছে ত্রিপুরার বিজেপি সরকার।

  • |
Google Oneindia Bengali News

গরম পড়া শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই কিছুটা স্বস্তি দিতে স্কুল ও রেল স্টেশনে ওয়াটার এটিএম চালু করছে ত্রিপুরার বিজেপি সরকার। বিপ্লব দেবের সরকার একথা ত্রিপুরা বিধানসভায় জানিয়েছে।

গরম থেকে রেহাই পেতে স্কুল, রেল স্টেশনে চালু হচ্ছে ওয়াটার এটিএম

পানীয় জল ও শৌচ দফতরের মন্ত্রী সুদীপ রায়বর্মন জানান, পানীয় জলের স্বয়ংক্রিয় মেশিন নানা জায়গায় বসানো হবে। রাজ্যে জলের স্তর কমছে। এক্ষেত্রে পাহাড়ি এলাকায় বৃষ্টির জল ধরে রেখে তা পানীয় জলের কাছে ব্যবহার করা হবে বলে সুদীপ জানিয়েছেন।

এছাড়া ত্রিপুরা জুড়ে নানা জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানো হবে। সেখানে বৃষ্টির জল শোধন চলবে। মাটির নিচের জলকে বাঁচিয়ে ব্যবহার করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গতবছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় ওয়াটার এটিএম বসিয়েছে। সেই দেখাদেখি এবার ত্রিপুরাও একই পথ অনুসরণ করল।

English summary
The Tripura government is planning to set up 'Water ATMs' in all schools, colleges and railway stations to ensure safe drinking water supply
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X