For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়তি উপার্জনে নতুন উপায়! লালুপ্রসাদের পথে বিজেপির শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

লালুপ্রসাদ যাদবের পথেই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন, তিনি তাঁর সরকারি বাসভবনে গরু পালন করবেন।

  • |
Google Oneindia Bengali News

লালুপ্রসাদ যাদবের পথেই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন, তিনি তাঁর সরকারি বাসভবনে গরু পালন করবেন। নিজের তথা পরিবারের দুধের প্রয়োজন মেটাতে সরকারি বাসভবনে গরু রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এই কাজ যে রাজ্যের মানুষের বাড়তি উপার্জনের ব্যবস্থা করবে, সেকথারও উল্লেখ করেছেন তিনি।

বাড়তি উপার্জনে নতুন উপায়! লালুপ্রসাদের পথে বিজেপির শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মনে করছেন, তাঁর এই কাজে রাজ্যের মানুষও উৎসাহিত হবে। এই কাজ করলে অপুষ্টির বিরুদ্ধে লড়াই করা সহজ হবে বলেও মনে করছেন তিনি।

বিপ্লব দেব এদিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেই তিনি গরু পালন শুরু করতে চলেছেন।

বাড়তি উপার্জনে নতুন উপায়! লালুপ্রসাদের পথে বিজেপির শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

রাজ্যের প্রায় ৫০০০ পরিবারের হাতে গরু তুলে দেওয়ার জন্য সরকার প্রকল্প শুরু করতে চলেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন , বড় কারখানা স্থাপনের বিরুদ্ধে তিনি নন। সেখানে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে বড়জোড় ২ হাজার লোকের চাকরি হয়। সেখানে ৫ হাজার পরিবারের হাতে ১০ হাজার গরু তুলে দিলে, তাঁরা ছয় মাসের মধ্যেই আয় শুরু করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে বেশ কিছু বিষয়ে বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে এসেছিলেন বিপ্লব দেব। রাজ্যের যুবকদের জীবিকা নির্বাহে পানের দোকান খোলার পরামর্শও দিয়েছিলেন তিনি।

এছাড়াও তিনি বলেছিলেন, স্যাটেলাইট কিংবা ইন্টারনেট নতুন কিছু নয়, মহাভারতের যুগেও তা ছিল। বিতর্কের পরেই নিজের মন্তব্যে অনড় ছিলেন বিপ্লব দেব।

English summary
Tripura Chief Minister Biplab Deb to tame cows at CM residence for milk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X