For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার আধাসেনায় যোগ দিতে পারবেন রূপান্তরকামীরা, ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের

এবার আধাসেনায় যোগ দিতে পারবেন রূপান্তরকামীরা, ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্ট আগেই স্বীকৃতি দিয়েছিল তাঁদের কিন্তু সমাজের মূলস্রোতে ফেরার জন্য রাজ্য বা কেন্দ্র সরকার এতদিন কিছুই করছিল না এইসব রূপান্তরকামীদের জন্য। ফলে ব্রাত্য রয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু এবার তাঁদের জন্যই কেন্দ্র সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। এবার কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে যোগ দিতে পারবেন রূপান্তরকামীরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় আধাসেনা বাহিনীতে যোগ দিতে পারবেন তাঁরা তবে তার জন্য রূপান্তরকামীদের বার্ষিক ইউপিএসসি পরীক্ষায় বসতে হবে। তারপরই দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত কাজে অফিসার পদে সারা দেশে নিয়োগ করা হবে তাঁদের।

ট্রান্সজেন্ডার পার্সন (‌প্রোটেকশন অফ রাইট)‌ অ্যাক্ট

ট্রান্সজেন্ডার পার্সন (‌প্রোটেকশন অফ রাইট)‌ অ্যাক্ট

জানা গিয়েছে যে, ২০১৯ সালেই রূপান্তরকামীদের অধিকার রক্ষার্থে পাশ হয়েছে ট্রান্সজেন্ডার পার্সন (‌প্রোটেকশন অফ রাইট)‌ অ্যাক্ট। এই বছরেই ১০ জানুয়ারি থেকে সেই আইন কার্যকর করা হয়েছে। তাই এখন জরুরি হয়ে পড়েছে এইসব রূপান্তরকামীদের পুলিশ সহ বিভিন্ন পরিষেবায় নিয়োগ করা। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক পাঁচটি আধাসেনা বা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কাছ থেকে এ বিষয়ে পক্ষে বা বিপক্ষে মতামত চেয়েছে, যাতে এ বছরের সিএপিএফএস অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্টস (‌এসিএস)‌ পরীক্ষায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রূপান্তরকামী বিভাগটি আদৌও রাখবে কি রাখবে না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। এসিএস পরীক্ষার নোটিশ খুব শীঘ্রই জারি করা হবে।

 পাঁচটি সিএপিএফএস–এর জন্য নিয়োগ রূপান্তরকামীদের

পাঁচটি সিএপিএফএস–এর জন্য নিয়োগ রূপান্তরকামীদের

কেন্দ্রীয় সংরক্ষণ পুলিশ বাহিনী (‌সিআরপিএফ)‌, সীমান্ত সুরক্ষা বাহিনী (‌বিএসএফ)‌, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (‌সিআইএসএফ)‌, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (‌আইটিবিপি)‌ ও সশস্ত্র সীমা বল (‌এসএসবি)‌ এই পাঁচটি সিএপিএফএসের প্রবেশ-পর্যায়ের অফিসার পদটি হল এসি। এক শীর্ষ সিএপিএফ কম্যান্ডার এই সিদ্ধান্ত প্রসঙ্গে জানিয়েছেন যে বাহিনী সেই চ্যালেঞ্জ ও সুযোগ-সুবিধা নিয়ে আলোনা করছে যা অফিসার পদে আসার পর রূপান্তরকামীদেরও মুখোমুখি হতে হবে।

রূপান্তরকামীরাও পারবেন সেনাতে নিজেদের জায়গা করতে

রূপান্তরকামীরাও পারবেন সেনাতে নিজেদের জায়গা করতে

ওই আধিকারিক বলেন, ‘‌প্রাথমিক বিশ্লেষণের পর আমরা যেটা পেয়েছি তা হল কয়েক বছর আগে সিএপিএফে কনস্টাবুলারি ও অফিসার পদে প্রথম মহিলাদের নিয়োগ করা হল। রূপান্তরকামীরা এবার সেই বাহিনীর সমৃদ্ধ প্রোফাইলে যুক্ত হবে। এছাড়াও যদি ইউনিফর্ম বাহিনী যদি উদাহরণ না তৈরি করতে পারে তবে আমরা কিভাবে আশা করব যে সমাজের অন্য বিভাগগুলি পুরনো বাধাগুলিকে ভাঙবে?‌'‌ তিনি জানান, এটি বিশ্লেষণ করা হয়েছিল যে প্রাথমিক পর্যায়ে সেনাবাহিনীর মধ্যে গ্রহণযোগ্যতার বিষয়টি থাকতে পারে তবে মহিলারা যেমন এই সেনাবাহিনীতে সহকর্মী ও কম্যান্ডারদেরও নেতৃত্ব দিতে সফল হয়েছেন, রূপান্তরকামীরাও পারবেন। অন্য এক আধিকারিক জানিয়েছেন যে রূপান্তরকামী অফিসারদের জন্য আলাদা করে কোনও পরিকাঠামো তৈরি করার দরকার নেই কারণ থাকার জায়গা আলাদা রয়েছে ও শৌচালয়গুলি লিঙ্গ-নিরপেক্ষ।

অনুপ্রেরণা জাগানো ফিডব্যাক

অনুপ্রেরণা জাগানো ফিডব্যাক

তৃতীয় এক আধিকারিক জানিয়েছেন যে বাহিনীর পক্ষ থেকে কিছু নাগরিক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, যারা রূপান্তরকামীদের নিয়োগ করেছে এবং তাদের থেকে অনুপ্রেরণামূলক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক শীর্ষ আধিকারিকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌কিছু সিএপিএফএস-এর সুপারিশ এসেছে এবং মূল্যায়নের পর সে বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। একবার যে কোনও বিভাগের প্রার্থীদের জন্য প্রবেশদ্বার খুলে গেলে লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা ও সাক্ষাতকার সহ যোগ্যতার ওপর বিচার করেই চাকরি দেওয়া হবে।'‌

 বিএসএফ স্বাগত জানিয়েছে কেন্দ্রের সিদ্ধন্তকে

বিএসএফ স্বাগত জানিয়েছে কেন্দ্রের সিদ্ধন্তকে

রূপান্তকামীদের আধাসেনায় নিয়োগের বিষয়ে প্রথম ইতিবাচক প্রতিক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে বিএসএফ। তবে শীঘ্রই প্রতিক্রিয়া মিলবে সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি ও সিআইএসএফের পক্ষ থেকে। অনুমোদন পাওয়ার পর ইউপিএসসি তাদের ফর্মে রূপান্তরকামীর বক্স রাখবে, পাশে থাকবে পুরুষ/‌মহিলা বিকল্প

২০১৩ থেকে ভারতকে আগ্রাসী 'টার্গেটে' রেখেছেন চিনের প্রেসিডেন্ট! মার্কিন কংগ্রেসের রিপোর্টে পর্দাফাঁস২০১৩ থেকে ভারতকে আগ্রাসী 'টার্গেটে' রেখেছেন চিনের প্রেসিডেন্ট! মার্কিন কংগ্রেসের রিপোর্টে পর্দাফাঁস

English summary
The big decision of the government is that the transgender will be able to sit for the UPSC examination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X