For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কনফার্ম টিকিট' না থাকলেও চিন্তা নেই, নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছে দেবে ভারতীয় রেল

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ অগাস্ট : দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে গিয়ে টিকিট নিয়ে হয়রানির মুখে পড়েননি এমন যাত্রী প্রায় নেই বললেই চলে। তবে খুব শীঘ্রই এমন যাত্রীদের মুখে হাসি ফোটাতে চলেছে ভারতীয় রেল। [রেল টিকিট কনফার্ম নয়? নো টেনশন, বিমানের টিকিট কেটে দেবে ভারতীয় রেল]

যেসকল যাত্রীরা টিকিট কনফার্ম না থাকায় ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে সফর করেন, তাদের যাত্রাকে আরও সুন্দর ও নিরাপদ করতে চলেছে রেল।

'কনফার্ম টিকিট' না থাকলেও নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছ দেবে রেল


ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, এমন যাত্রীদের ওই একই রুটের অন্য ট্রেনে জায়গা দেওয়া হবে। সেজন্য প্যাসেঞ্জারদের আলাদা করে কোনও টিকিট কাটতে হবে না। ওই একই টিকিট দেখিয়ে যেতে পারবেন যাত্রীরা। [আর 'ওয়েটিং লিস্ট' নয়, একেবারেই রেলের 'কনফার্ম' টিকিট কাটুন]

এই মুহূর্তে এমন পরিকল্পনা বাস্তবায়িত করার সবরকম চেষ্টা চালানো হচ্ছে বলে রেলের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অনিল সাক্সেনা জানিয়েছেন। [ভারতে লোকাল ট্রেনে চালু হল এসি]

তিনি জানান, বহু সময়েই দেখা যায় কোনও একটি নির্দিষ্ট ট্রেনে অনেক বেশি যাত্রী টিকিট কনফার্ম না হলেও যাত্রা করেন। এবার থেকে সেই রুটেরই অন্য ট্রেনে তাদের নিশ্চিত টিকিটে যাত্রা করার সুযোগ দিতে চাইছে রেল।

এই নিয়ম কার্যকর হলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনই টিকিট বাতিল করা থেকে যে টাকা লোকসান পোহাতে হয় সেটাও হবে না। ফলে দু'তরফের জন্যই এটি উত্তম প্রস্তাব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

English summary
Train ticket not confirmed, don't worry! Railways could provide you back-up trains soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X