For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৌদ্ধ সংষ্কৃতিতে আঘাত দিয়ে ভূটানে ধৃত ভারতীয় পর্যটক

  • |
Google Oneindia Bengali News

ভুটানের দোচুলা পার্কে ভুটানিদের পবিত্র স্থানে জুতো পড়ে উঠে ফটোশ্যুট ভারতীয় পর্যটকের। জানা গিয়েছে ওই ভারতীয় পর্যটকের নাম অভিজিত রতন হাজারে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। অভিজিত রতন হাজরা ১৫ জনের একটি মোটর বাইক দলের সঙ্গে ভুটানে গিয়েছিলেন। ১৭ অক্টোবর এই কান্ড করার পর এই ছবি ভুটানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে ভাইরাল হয়। এর প্রতিবাদে গর্জে ওঠেন ভুটানি নাগরিকরা।

বৌদ্ধ সংষ্কৃতিতে আঘাত দিয়ে ভূটানে ধৃত ভারতীয় পর্যটক

ভুটানের পাশাপাশি ভারতও এই ঘটনার তীব্র নিন্দা করেছে । জানা গেছে অভিজিত বাবুই ওই বাইক অভিযাত্রী দলের প্রধান হয়ে গিছিলেন। ১৮ তারিখ রয়াল ভুটান পুলিশ তাকে আটক করে। তাকে হোটেলে আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হয়।

এই মুহুর্তে খবর কয়েকঘন্টা আগেই তাকে ছেড়ে দিয়েছে ভুটান পুলিশ। লিখিতভাবে ক্ষমা চাওয়ার ফলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে ১৫ জন বাইকের একটি দল সম্প্রতি ভুটানে ঢোকে। তাদেরই একজন ছিলেন অভিজিত। এরপরই ভুটানের ওই প্রবিত্র স্থানে দাঁড়িয়ে ফটো স্যুট করেন অভিজিত বাবু।

সেই ঘটনার দৃশ্য ভুটানের পাশাপাশি ভারতেও ছড়িয়ে পড়ে। ভারত ভুটানের সম্পর্ক ভালো থাকার কারণেই অভিজিত বাবুর বিরুদ্ধে ভুটান সরকার কোনো কঠিন পদক্ষেপ নেয়নি বলেই মনে করছেন ভারতের একাধিক ভ্রমণ সংস্থার মালিকরা।

তাদের অভিমত প্রত্যেক ভ্রমণ সংস্থারই উচিত তাদের ট্যুরের সময় তারা সেই দেশের কি কি নিয়ম আছে তা যেন সঠিক ভাবে মেনে চলা। কোনো ভাবেই অন্য দেশ হোক কিংবা ভারত বর্ষের অন্য কোনো রাজ্যে গিয়ে সেখানকার নিয়ম বহির্ভূত কোনো কাজ ট্যুরিস্ট সংস্থার করা ঠিক হয়নি। এর জন্য কোনো জায়গায় ট্যুর করার আগে সেখানকার নির্দেশাবলী বই অথবা নেটের মাধ্যমে প্রত্যেক ট্যুরিস্ট কোম্পানির জেনে যাওয়া উচিত বলেই মনে করেন তারা। অভিজিত বাবুর এই ঘটনার ভারতের বিভিন্ন ট্যুর কোম্পানি নিন্দা করেছেন। তারা বলেন অভিজিত বাবুর এই ঘটনায় আগামী দিনে তাদের ভুটানে ট্যুরের ক্ষেত্রে অনেক অসুবিধার সুম্মুখীন হতে পারে।

English summary
Tourist from Maharashtra detained in Bhutan for disrespecting Buddhist Chorten
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X