For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ল এই মাসুল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ফের আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা

মধ্যরাত থেকে দামি হয়ে গেল সড়ক পরিবহণ। বেড়ে গিয়েছে বিভিন্ন টোলপ্লাজার চার্জ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নির্দেশিকা জারি করে ভাড়া বাড়ানোর কথা জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মধ্যরাত থেকে দামি হয়ে গেল সড়ক পরিবহণ। বেড়ে গিয়েছে বিভিন্ন টোলপ্লাজার চার্জ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নির্দেশিকা জারি করে ভাড়া বাড়ানোর কথা জানানো হয়েছে। ৫ থেকে ৭ শতাংশ হারে এই চার্জ বেড়েছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে আরেক দফা বাড়বে সে আর বলার অপেক্ষা রাখে না।

বাড়ল এই মাসুল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ফের আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা

ন্যাশনাল হাইওয়ে-টু-এর প্রজেক্ট ডায়রেক্টর মহঃ সফি জানিয়েছেন, সারা দেশে ন্যাশনাল হাইওয়ে অথরিটির ৩৭২ টি টোল প্লাজা রয়েছে। প্রতিটিতেই এই চার্জ বাড়ানো হয়েছে। প্রতিবছর নতুন অর্থবর্ষের শুরুতেই এই চার্জ বৃদ্ধি করা হয় বলে জানিয়েছেন তিনি। হোলসেল প্রাইস ইনডেক্সের ওপর ভিত্তি করেই এই চার্জ বৃদ্ধি নির্ধারণ হয়। সে ক্ষেত্রে কোনও ন্যাশনাল হাইওয়েতে এই চার্জ ভিন্ন হয়ে যেতে পারে। সেটি না করে কোনও এক নির্দিষ্ট জাতীয় সড়কে মাশুল বৃদ্ধি একই রাখা হয়। যেমন ২ নম্বর জাতীয় সড়কে টোল বৃদ্ধি করা হয়েছে প্রায় ৫ শতাংশ হারে।

উদাহরণ হিসেবে বলা যেতে পারে রবিবার থেকে দিল্লি থেকে আগ্রা কিংবা আগ্রা থেকে দিল্লি এই চার্জের পরিমাণ বেড়েছে ১০ টাকা।

তবে এক্ষেত্রে মাসিক পাশের ভাড়াও বেড়েছে।

তবে বিভিন্ন ট্রান্সপোর্টার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই চার্জ বৃদ্ধির বিরোধিতা করা হয়েছে। টোলপ্লাজার মাশুল বৃদ্ধিতে সাধারণ মানুষের সমস্যা বাড়বে বলেই দাবি ট্রান্সপোর্ট অর্গানাইজেশনের। কেননা এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি হবে বলে জানিয়েছে সংগঠনগুলি।

English summary
Toll tax has increased from 1 April essential commodities prices may go high
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X