For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুভেনাইল আইন বদলালেও কি এর থেকে মুক্তি সম্ভব? রয়েছে প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর : কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নাবালকদের বয়সসীমা কমিয়ে ১৬ বছর করা পক্ষে রয়েছে। এমনকী দেশের সব ছোট-বড় রাজনৈতিক দল মোটামুটিভাবে ঐক্যে পৌঁছেছে যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

আর তার সূত্র ধরে নাবালকের বয়সসীমা কমিয়ে ১৬ করার বিলটি ইতিমধ্যে লোকসভায় পাশ হয়েছে। এদিন তা নিয়ে রাজ্যসভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে কেউ কেউ আবার তাড়াহুড়ো না করে বিলটি যাতে কড়া ও মজবুত হয় তা নিশ্চিত করার জন্য সেটাকে সিলেক্ট কমিটিতে পাঠানোর সুপারিশ করেছেন।

জুভেনাইল আইন বদলালেও কি এর থেকে মুক্তি সম্ভব? রয়েছে প্রশ্ন

কারণ বেশ কয়েকটি প্রশ্ন রয়েই যাচ্ছে। প্রথমত, রাজ্যসভায় বিলটি পাশ হলেও নির্ভয়ার ধর্ষককে আটকে রাখা সম্ভব নয়। কারণ নতুন আইনে পুরনো অপরাধের বিচার হয় না। একই অপরাধে দু'বার সাজাও হয় না।

দ্বিতীয়ত, ১৬ বছর করা হলেও কি নিশ্চয়তা রয়েছে যে তার কম বয়সের অপরাধী এর চেয়েও ঘৃণ্য অপরাধ আগামিদিনে করবে না। তখন তাহলে কি ফের বয়সসীমা কমানোর সুপারিশ করা হবে?

এরকম নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কোনও কোনও মহলের মতে, দিল্লি গণধর্ষণের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই দেখা উচিত। তার জন্য আইন বদলের প্রয়োজন খুব বেশি নেই। তাতে সমস্য়ার সমাধান হবে না।

ফলে আগামিদিনে কি হবে সেটা বলা মুশকিল। তবে সামাজিক ও মানসিক বদল হলে যে এমন নানা অপরাধ প্রবণতা অনেকটা কমবে তা নিয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা।

English summary
Today Parliament will discuss on Juvenile law change
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X