মোদীর রাজ্যে জলসায় নোটবৃষ্টি! জেনে নিন 'বিশেষ' কারণ
লোক শিল্পীর গানের অনুষ্ঠানে উড়ল টাকা। অনুষ্ঠান স্থল প্রধানমন্ত্রী মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহের রাজ্য গুজরাতে। ভালসাদে এই অনুষ্ঠানটি হয়। ভিডিও-তে দেখা গিয়েছে অনুষ্ঠান চলাকালীন ১০, ২০০ ও ৫০০ টাকার নোট ওড়ানো হচ্ছে। গীতা রাবার এবং ব্রিজরাজদান গাদভির অনুষ্ঠানে প্রায় ৫০ লক্ষ টাকা ওড়ানো হয়।

অনুষ্ঠানের আয়োজক কালওয়াদা গ্রামের সরপঞ্চ আশিস প্যাটেল জানিয়েছেন, জালারাম মানব সেবা ট্রাস্টের জন্য টাকা সংগ্রহ করা হয়েছে। গ্রামের অ্যাম্বুল্যান্স কেনার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে, ভক্তদের হাতে নোটের বান্ডিল। গান চলতে থাকার সঙ্গে সঙ্গে স্টেজে বাদামী, সবুজ রঙের কার্পেটের মতো তৈরি হয়ে যায়। শুধু বড়রাই নন, ছোটদেরও টাকা ছুড়তে দেখা গিয়েছে।
একইসঙ্গে টাকা সংগ্রহের কাজই চলেছে। নোটের মূল্য অনুযায়ী আলাদা করে সংগ্রহ করতেও দেখা গিয়েছে।
অনুষ্ঠানের আয়োজক কালওয়াদা গ্রামের সরপঞ্চ আশিস প্যাটেল জানিয়েছেন, প্রায় ৫০ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে। যে টাকা সংগ্রহ করা হয়েছে তা ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে।
গুজরাতের নভসারি গানের অনুষ্ঠানে নোট ওড়ানোর দৃশ্য অবশ্য নতুন কিছু নয়। ২০১৬-র ডিসেম্বরে দেশ জুড়ে যখন নোটের আকাল, তখন একটি গানের অনুষ্ঠানে প্রায় ৪০ লক্ষ টাকা ওড়ানো হয়েছিল। সেই অনুষ্ঠানের আট থেকে আশি সকলেই সামিল হয়েছিলেন।