For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে শেষ মুহুর্তের আসন-অঙ্কের খেলায় কীভাবে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি! উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

কর্ণাটকে এই মুহুর্তে বিজেপি-র ঝুলিতে ১০৪ আসন। বিধানসভার দখল নিতে ম্যাজিক ফিগারে পৌঁছতে হলে গেরুয়া শিবিরের আরও ৯ টি আসন চাই। ফলে কন্নড়ভূমিতে শেষ মুহুর্তের রুদ্ধশ্বাস রাজনৈতিক অঙ্কের লড়াই কার্যত জমে

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে এই মুহুর্তে বিজেপি-র ঝুলিতে ১০৪ আসন। বিধানসভার দখল নিতে ম্যাজিক ফিগারে পৌঁছতে হলে গেরুয়া শিবিরের আরও ৯ টি আসন চাই। ফলে কন্নড়ভূমিতে শেষ মুহুর্তের রুদ্ধশ্বাস রাজনৈতিক অঙ্কের লড়াই কার্যত জমে উঠেছে। ভোট ময়দানের বাইরের এই লড়াই জিততে মরিয়া বিজেপি বেশ কিছু রণনীতির আশ্রয় নিয়েছে।

কর্ণাটকে শেষ মুহুর্তের আসন-অঙ্কের খেলায় কীভাবে গুটি সাজাচ্ছে বিজেপি! উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

[আরও পড়ুন:কর্ণাটকে বিজেপি-কে রুখতে সোনিয়াকে কীভাবে উস্কে ছিলেন মমতা! কী রণনীতি তৈরি হয়েছিল][আরও পড়ুন:কর্ণাটকে বিজেপি-কে রুখতে সোনিয়াকে কীভাবে উস্কে ছিলেন মমতা! কী রণনীতি তৈরি হয়েছিল]

কংগ্রেস যেখানে জেডিএস-এর সঙ্গে সমঝোতা করে কুমারস্বামীকে মুখ্যমন্ত্রীত্বের পদ দিতে রাজি হয়েছে, সেখানে পাল্টা গেমপ্ল্যান খেলেছে বিজেপিও। জেডিএস-এর এইচডি দেবেগৌড়ার ছেলে রেভান্নাকে উপমুখ্যমন্ত্রীত্বের পদ দেওয়ার জন্য প্রস্তাব এসেছে বিজেপি-র তরফে। এমনই দাবি সূত্রের। এদিকে, একজন নির্দল বিধায়ক আর শঙ্কর বিজেপি-র পক্ষে যাওয়ার কথা গোষণা করে দিয়েছে। এখনও বাকি রয়েছে রাজ্যপালের ভোট। ফলে কর্ণাটকের ভোট-নাটক এখনও খানিকটা বাকি রয়েছে বলে অনেকের মত। এদিকে, বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরপ্পার দাবি আগামীকালের মধ্যেই তাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে চলেছেন।

খবর , লিঙ্গায়েত বিধায়কদের মধ্যে কংগ্রেস ও জেডিএস-এর কিছু বিধায়কদের সঙ্গে নিতে চাইছে বিজেপি। এ নিয়ে শুরু হয়ে গিয়েছে তৎপরতাও। এদিকে, বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠককে করতে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর। এই বৈঠকেরই বিজেপির মুখ্যমন্ত্রীর নাম স্থির করা হবে। যদিও এদিন সকালেই তিনি জেডিএস-এর কুমারস্বামীর সঙ্গে দেখা করতে চান, তবে কুমারস্বামী প্রকাশ জাভড়েকরের সঙ্গে দেখা করেননি বলে সূত্রের খবর।

English summary
To form govt we will ask the Governor to give us time tomorrow says BS Yeddyurappa of BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X