For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিটফান্ড-কাণ্ডে বাজেয়াপ্ত তৃণমূল সাংসদের ২৩৮ কোটি টাকার সম্পত্তি, সক্রিয় ইডি

চিটফান্ড-কাণ্ডে তৃণমূল সাংসদ কেডি সিংয়ের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। লোকসভা ভোটের আগে ফের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অস্বস্তি বাড়াল তৃণমূল কংগ্রেসের।

Google Oneindia Bengali News

চিটফান্ড-কাণ্ডে তৃণমূল সাংসদ কেডি সিংয়ের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। লোকসভা ভোটের আগে ফের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অস্বস্তি বাড়াল তৃণমূল কংগ্রেসের। চিটফান্ড প্রতারণা মামলার তদন্তে নেমে এবার সম্পত্তির দিকে হাত বাড়ালেন তদন্তকারীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেডি সিংয়ের সম্পত্তি বাজেয়াপ্ত হল।

চিটফান্ড-কাণ্ডে তৃণমূল সাংসদের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, সক্রিয় ইডি

ইডি সূত্রে জানা গিয়েছে, কেডি সিংয়েপ সিমলার কুফরির বাংলো, পাঞ্চকুলার জমি, চণ্ডীগড়ে অ্যালকেমিস্টের শো রুম বাজেয়াপ্ত করা হয়েছে। কেডি সিংয়ের বিরুদ্ধে ১৯০০ কোটি টাকার প্রতারণা মামলা দায়ের করেছিল সেবি। সেই প্রতারণা-কাণ্ডের তদন্তেই সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল ইডি।

অভিযোগ, মুম্বইয়ের এক ব্যবসায়ীর ছত্রছায়ায় চিটফান্ডের নামে টাকা তোলেন কেডি সিং। এ বিষয়ে আদালতে বেশ কিছু নথি জমা দেয় সেবি। সেবি উল্লেখ করে, বাজার থেকে ৬৮৪ কোটি চাকা তোলা হয়েছিল। তদন্তে নেমে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

চিটফান্ড-কাণ্ডে তৃণমূল সাংসদের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, সক্রিয় ইডি

তদন্তকারীরা জানতে পারেন, গ্রিসের এক ব্যবসায়ীর সঙ্গে সাইপ্রাসের সংস্থা কেনার চুক্তি করেন কেডি সিং। তিনি ইউরোপ পালিয়ে যাওয়ারও ফাঁদ পেতেছিলেন বলে জানতে পারেন তদন্তকারীরা। কলকাতায় কেডি সিংয়ের ২৫০ কোটি টাকার সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা।

[আরও পড়ুন:পিলারে চকের আঁকিবুকি, ব্যাগ-ভর্তি বই নিয়ে নিখোঁজ ১০ বছরের মেয়ে, পূর্বালোকে চাঞ্চল্য ][আরও পড়ুন:পিলারে চকের আঁকিবুকি, ব্যাগ-ভর্তি বই নিয়ে নিখোঁজ ১০ বছরের মেয়ে, পূর্বালোকে চাঞ্চল্য ]

শুধু চিটফান্ড-কাণ্ডেই নয়, কেডি সিংয়ের নাম জড়ায় নারদাকাণ্ডেও। তারপর চিটফান্ড ও প্রতারণা মামলায় তৃণমূল সাংসদের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ায় লোকসভা নির্বাচনের আগে স্বভাবতই চাপে পড়ে গেল তৃণমূল কংগ্রেস।

[আরও পড়ুন: মতুয়া-ভোট নিয়ে লড়াই তুঙ্গে, মোদীর সভা বিতর্কে মমতার কাছে হারলেন মুকুল-শান্তনু][আরও পড়ুন: মতুয়া-ভোট নিয়ে লড়াই তুঙ্গে, মোদীর সভা বিতর্কে মমতার কাছে হারলেন মুকুল-শান্তনু]

English summary
TMC MP KD Singh’s property is seized by enforcement Directorate. ED seizes the property of KD Singh of 238 crores,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X