For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের বনধে সমর্থন বার্তা মমতার! বিরোধী ঐক্যের পূর্ণ-রূপে মোদীকে নিশানা

দিল্লিতে মোদী বিরোধিতাকে ফের এককাট্টা রূপ দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক করে রামলীলা ময়দানে তিনি মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেন।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে মোদী বিরোধিতাকে ফের এককাট্টা রূপ দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক করে রামলীলা ময়দানে তিনি মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেন। সেই মোদী হটাও আওয়াজ তোলার সময় তাঁর পাশে দেখা গেল সমস্ত বিজেপি-বিরোধী শক্তিকে। এমনকী তৃণমূলের সাংসদও যোগ দিলেন রাহুল গান্ধীর মঞ্চে।

রাহুলের বনধে সমর্থন বার্তা মমতার! বিরোধী ঐক্যের পূর্ণ-রূপে মোদীকে নিশানা

রাজ্যে বনধের বিরোধিতা করছে তৃণমূল সরকার। কারণ তৃণমূলের দাবি, তাঁরা নৈতিকভাবে বনধের বিরুদ্ধে। কিন্তু বনধের ইস্যুগুলিকে তাঁরা সমর্থন করেন। তাই নৈতিক সমর্থন রয়েছে কংগ্রেসের বনধে। কেন্দ্রের বিরোধিতায় বিরোধী ঐক্যকে মজবুত করতেই কংগ্রেসের মঞ্চে পাঠানো হয়েছে তাঁদের সাংসদ সুধাংশুশেখর রায়কে।

এদিন পেট্রোপণ্যের অগ্নিমূল্যের প্রতিবাদে কংগ্রেসের ডাকা বনধকে কেন্দ্র করে দেশজুড়ে একতার ছবি ফের স্পষ্ট হয়েছে সোমবার। বিজেপির পথে কাঁটা বিছিয়ে বনধকে সমর্থন করেছে এনডিএ-র শরিকরাও। বিজেপির দীর্ঘদিনের জোটসঙ্গী থাকা শিবসেনা কংগ্রেসকেই সমর্থন জানিয়েছে। ফলে বনধের সমর্থনে বিরোধী ঐক্যকে ফের একবার ঝালিয়ে নিতে সমর্থ হলেন রাহুল গান্ধী।

[আরও পড়ুন:বিজেপি সাংসদের গলায় এখন কংগ্রেসের সুর, মোদীকে 'পরামর্শ' দিয়ে বাড়ালেন দলের অস্বস্তি][আরও পড়ুন:বিজেপি সাংসদের গলায় এখন কংগ্রেসের সুর, মোদীকে 'পরামর্শ' দিয়ে বাড়ালেন দলের অস্বস্তি]

সোমবার ভারত বনধের সমর্থনে রাহুল গান্ধীর ডাকে সাড়া দিয়েছে বিজেপি বিরোধী সমস্ত দলগুলিই। সেই ছবিই দেখা গিয়েছে রামলীলা ময়দানে। কংগ্রেসের মঞ্চে যেমন সোনিয়া-রাহুল ও মনমোহনকে এক ফ্রেমে দেখা গিয়েছে, তেমনই শারদ পাওয়ার থেকে শুরু করে শরদ যাদব-সহ প্রায় সমস্ত বিরোধী শক্তির প্রতিনিধিদের দেখা গিয়েছে। আর এই বিরোধী ঐক্যকে সম্পূর্ণ করেছে তৃণমূল। তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায় উপস্থিত হয়ে বিরোধী ঐক্যকে আরও জোরদার করেছেন।

[আরও পড়ুন: মোদীর চাটুকারিতায় পেট্রোপণ্যের বাজার আগুন, বনধে একের পর টুইট-খোঁচা রাহুলের ][আরও পড়ুন: মোদীর চাটুকারিতায় পেট্রোপণ্যের বাজার আগুন, বনধে একের পর টুইট-খোঁচা রাহুলের ]

বামেরাও পৃথক বনধ ডেকে সমর্থনের হাত বাড়িয়েছিল কংগ্রেসের দিকে। কর্ণাটকে জেডিএস সমর্থন করেছে কংগ্রেসকে। অন্য বিরোধী শক্তিগুলোও সমর্থনের হাত বাড়িয়েছেন। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস বনধের বিরোধিতা করলেও বনধে নৈতিক সমর্থন জানিয়েছিলেন। এদিন সমস্ত বিরোধী শক্তিকে এক করে রাহুল এদিন গর্জে উঠলেন মোদী সরকারের বিরুদ্ধে। রামলীলা ময়দান থেকে আওয়াজ তুললেন দিল্লিতে পরিবর্তনের। ২০১৯-এ দিল্লির মসনদ থেকে মোদীকে হটিয়ে দেশকে রসাতলের হাত থেকে বাঁচানোর শপথ নেওয়া হল এদিনের বিরোধী ঐক্যের মঞ্চ থেকে।

[আরও পড়ুন: 'যা ৭০ বছরে হয়নি তা ৪ বছরে করেছে এই সরকার', রাহুলের চার দফা আক্রমণ মোদী সরকারকে][আরও পড়ুন: 'যা ৭০ বছরে হয়নি তা ৪ বছরে করেছে এই সরকার', রাহুলের চার দফা আক্রমণ মোদী সরকারকে]

English summary
TMC MP Sudhangshu Shekhar Roy goes to Rahul Gandhi’s stage regarding Bharat Bandh. Opponent unity is strong against Narendra Modi Government,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X