For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনদিনে তিনটি বিল পাস, যেন পিৎজা বানানো হচ্ছে আইন নয়, তোপ ডেরেকের

অধিবেশন শুরুতেই তড়িঘড়ি বিল পাস করিয়ে নেওয়ায় কেন্দ্রীয় সরকারকে তীব্র নিন্দা করলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ডেরেক ও'ব্রায়ান। তিনি বলেন, তিনদিনে তিনটি বিল পাস করানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অধিবেশন শুরুতেই তড়িঘড়ি বিল পাস করিয়ে নেওয়ায় কেন্দ্রীয় সরকারকে তীব্র নিন্দা করলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ডেরেক ও'ব্রায়ান। তিনি বলেন, তিনদিনে তিনটি বিল পাস করানো হয়েছে। কেন এত তাড়াহুড়ো। বিল মানে কি পিৎজা বানানো। সংসদ অধিবেশনে বিলগুলি খতিয়েই দেখা হচ্ছে না।

তিনদিনে তিনটি বিল পাস, যেন পিৎজা বানানো হচ্ছে আইন নয়, তোপ ডেরেকের

তিনি বলেন, সংসদের বিল খতিয়ে দেখার কথা। কিন্তু সরকার পক্ষ অধিবেশন কক্ষে বুলডোজিং চালিয়ে বিল পাস করিয়ে নিচ্ছে পিৎজা সরবরাহের মতোই। ডেরেক টুইট করে জানান, আমরা আইন পাস করছি, নাকি পিৎজা বানাচ্ছি, তা নিয়ে সংশয় রয়েছে।

তিনি এই মর্মে ইউপিএ জোট সরকারের সঙ্গে বিদত এনডিএ সরকার আর এবারের এনডিএ সরকারের তুলনা করন। তাঁর কথায়, কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় থাকাকালীন বিলগুলি যাচাই করা হয়েছিল। তাঁর দাবি, বর্তমান লোকসভায় পাস হওয়া ১৮টি বিলের মধ্যে একটি মাত্র যাচাই করা হয়েছে।

তিন দিনে তিনটি বিল পাসকে পিৎজা দেওয়ার মতো বলে ব্যাখ্যা করে ডেরেক উপহাস করেন, যেভাবে বিলগুলি পাস করা হচ্ছে তা হাস্যাস্পদ। এবং হতাশাব্যাঞ্জক। তিনি বলেন, বিরোধীদের শক্তি বেশি হওয়া সত্ত্বেও সংঘবদ্ধতার অভাবে সরকার পক্ষ এই বিল পাস করাল। বিরোধীরা প্রতিবাদ জানিয়েও ওয়াক আউট করে সরকার পক্ষকেই সুবিধা করে দিল বলে তাঁর ব্যাখ্যা।

নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড, এআইএডিএমকে এবং কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, চন্দ্রবাবু নাইডুর টিডিপি, মেহবুবা মুফতির পিডিপি প্রতিবাদী হয়েও ভোটদানে বিরত থাকে। ওয়াক আউট করে তারা বেরিয়ে যায়। ফলে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আর কতকগুল কংগ্রেসের সহায়ক দল ভোট দিলেও এনডিএকে হারাতে পারেনি। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের ১৩ সদস্যের মধ্যে ১২ জন ভোট দেন। কেডি সিংহ এই ভোটদান থেকে বিরত থাকেন।

গত সপ্তাহে ডেরেক ও'ব্রায়ান বলেছিলেন, লোককসভায় সরকার পক্ষের সংখ্যাধিক্য থাকায় তা পাস করিয়ে নেয় বিজেপি। বিরোধী দলের আপত্তি সত্ত্বেও বিলটি রাজ্যসভা পেশ হয়। সেখানে তদন্ত করতে হবে বলে দাবি উঠলেও, তা এত মৃদু যে বিরোধীদের ছন্নছাড়া করে জিতে ঠান মোদী অ্যান্ড কোং। ডেরেকর বলেন, এই বিল পাস টি-টোয়েন্টি ম্যাচ নয়।

English summary
Trinamool Congress MP Derek O'Brien has slammed on Triple Talaq Bill and others. He also says what the opposition has called the "hurried" passage of bills in the ongoing parliament session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X