For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সাংসদের ‘ছোঁয়া’য়, কোয়ারান্টিনে তৃণমূল সাংসদ, ডেরেক হানলেন ভিডিও-বাণ

বিজেপি সাংসদের ‘ছোঁয়া’য়, কোয়ারান্টিনে তৃণমূল সাংসদ, ডেরেক হানলেন ভিডিও-বাণ

Google Oneindia Bengali News

বলিউড গায়িকা কনিকা কাপুরের 'পার্টি'র ছোঁয়ায় এবার একে একে কোয়ারান্টিনে যেতে চলেছেন সাংসদরাও। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও তাঁর সাংসদ-পুত্র দুষ্মন্ত সিং স্বেচ্ছা কোয়ারান্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর দুষ্মন্ত সিং পার্টি করে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে আসায় তৃণমূল সাংসদ ডেরেককেও পাঠিয়েছেন কোয়ারান্টিনে।

বিজেপি সাংসদের ‘ছোঁয়া’য়, কোয়ারান্টিনে তৃণমূল সাংসদ, ডেরেক হানলেন ভিডিও-বাণ

বিজেপি সাংসদ দুষ্মন্ত সিং আবার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই বৈঠকে উপস্থিত সংসদের মধ্যে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনও। এই পরিস্থিতিতে তিনি হোম কোয়ারান্টিনে থাকাই যথাযথ বলে মনে করছেন। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ডেরেক বলেন, এসব কী হচ্ছে? সংসদ বন্ধ রাখা উচিত বলে তিনি মন্তব্য করেন। এক ভিডিও প্রকাশ করে তিনি ক্ষোভ উগরে দেন।

সাংসদ দুষ্মন্ত সিং গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। তাই করোনা-সংক্রমণের ভীতি এবার পৌঁছে গেছে রাষ্ট্রপতির দরবারেও! বসুন্ধরা-পুত্র দুষ্মন্ত রাষ্ট্রপতি ভবনে গিয়ে ব্রেকফাস্ট পার্টিতে অংশ নিয়েছিলেন। সেখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সাংসদদের সাহচর্যে আসেন দুষ্মন্ত। তাতেই তৈরি হয়েছে ঘোর বিপাক।

উল্লেখ্য, চরম দায়িত্বজ্ঞানহীনের মতো লন্ডন থেকে ফিরে লখনউতে পার্টি করেছেন কনিকা কাপুর। সেই পার্টিতে আবার ডাকেন রাজনীতিক-আমলাদের। পার্টিতে ছিলেন বসুন্ধরা রাজে, সিদ্ধার্থনাথ সিং প্রমুখ। ১০ দিন আগে কনিকা কাপুর লন্ডন থেকে ফেরেন। কিন্তু লন্ডন থেকে ফেরার কথা বেমালুম গোপন করে যান তিনি। দিন চারেক আগে তাঁর সর্দি-কাশি-জ্বরের উপসর্গ দেখা যায়। পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ আসে তাঁর।

English summary
BJP MP Dushyant Singh who is quarantine met with MPS in parliament. TMC MP Derek O’brian sends himself in quarantine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X